
দেখতে দেখতে আরও একটা বছর শেষের পথে। বর্ষবরণের জন্য সেজে উঠেছে পার্ক স্ট্রিট। পার্ক স্ট্রিট এই নিউ ইয়ার সেলিব্রেশনের অন্যতম ডেস্টিনেশন। জমকালো লাইটিং, দেশি-বিদেশি খাবার ও তারুণ্যের জোয়ার— বছর শেষের আনন্দ উদযাপনে আলাদাই মাত্রা পায় পার্ক স্ট্রিটে। আর এই ইংরেজি বর্ষবরণের আগের দিন রাতে ভয়ঙ্কর হত্যাকাণ্ড ঘটল সেই পার্ক স্ট্রিটে। এবার কুপিয়ে খুন করা হল এক প্রৌঢ়কে। খুনের অভিযোগ উঠেছে তাঁর ভাইয়ের বিরুদ্ধে। জোরকদমে তদন্ত শুরু করেছে পুলিশ।
এই ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। জানা গিয়েছে, মৃতের নাম নীরজ জয়সওয়াল। তাঁর বয়স ৫৫ বছর। পার্ক স্ট্রিটের কৈলাস বোস রোডের বাসিন্দা তিনি। মৃত নীরজরা তিনভাই। পুলিশ সূত্রে জানা গেছে, তাঁদের দীর্ঘদিনের মোটর পার্টসের ব্যবসা। ছোটভাই অসুস্থ। বিশেষ কাজ করতে পারেন না তিনি। তাই বৃদ্ধ বাবা ও ছোটভাইয়ের দায়িত্ব কে নেবেন, তা নিয়েই নাকি বচসা বাধে মৃত নীরজ ও অভিযুক্ত ধীরজের। দাদাকে ভাই ও বাবার দায়িত্ব নিতে বলেন অভিযুক্ত। তাতেই অশান্তি চরমে ওঠে। অভিযোগ, তখনই রাগে দাদার উপর হামলা চালান ধীরজ। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন নীরজ। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
জানা গেছে, খুনের ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাত সাড়ে ১২টা নাগাদ। প্রাথমিক তদন্তের পর জানা গেছে, সম্পত্তি নিয়ে বিবাদের জেরেই প্রৌঢ়ের সঙ্গে ঝামেলা চলছিল তাঁর ভাইয়ের। সেই সম্পত্তি নিয়ে বিবাদ গতকাল রাতে চরম পর্যায়ে পৌঁছয়। তুমুল বচসার মাঝেই নীরজের উপর হামলা করেন তাঁর ভাই। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দেন দাদাকে। রক্তাক্ত অবস্থায় নীরজকে তড়িঘড়ি করে নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। নৃশংস হত্যাকাণ্ডের পরেই মৃত প্রৌঢ়ের ছেলে থানায় অভিযোগ দায়ের করেন। খবর পেয়েই ঘটনাস্থল ও হাসপাতালে যায় পুলিশ। এরপরই গ্রেফতারর করা হয় অভিযুক্ত ধীরজকে। পুলিশ জানিয়েছে, দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। বচসার জেরেই এই খুন নাকি নেপথ্যে অন্য কোনও রহস্য রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।