রবিবার প্রকাশ্যে এসেছে আগ্রায় চিন থেকে ফেরত এক ব্যক্তির করোনা আক্রান্ত হওয়ার খবর। সোমবার সকালে জানা যায় বিহারের গয়ায় ৪ বিদেশি করোনায় আক্রান্ত হয়েছেন। এর কয়েক ঘণ্টার মধ্যে এই শহরের খোঁজ মিলল করোনা আক্রান্ত বিদেশি মহিলার। এদিন কলকাতা বিমানবন্দরে করোনা টেস্টের সময়ে ওই ব্রিটিশ মহিলার রিপোর্ট পজিটিভ আসে।
র্যাপিড অ্যান্টিজেন টেস্টে ওই মহিলার করোনোভাইরাস রিপোর্ট পজিটিভ আসে। সঙ্গে সঙ্গে তাঁকে আইসোলেট করা হয়। এরপর দমদম বিমানবন্দর থেকে বেলেঘাটা আইডি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত ওই মহিলাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ওই মহিলা অস্ট্রেলিয়ার বাসিন্দা বলে জানা গিয়েছে। তবে তাঁর কাছে ব্রিটিশ পাসপোর্ট আছেও। করোনা আক্রান্ত ওই বিদেশি মহিলার নমুনা জেনোম সিকোয়েন্স এর জন্যে পাঠানো হবে।
চিন, জাপান-সহ কয়েকটি দেশে করোনা ভয়াবহ আকার ধারণ করেছে। এই আবহে কেন্দ্রের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে, চিন, জাপান, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া এবং সিঙ্গাপুর থেকে আগত যাত্রীদের বিমানবন্দরে বাধ্যতামূলকভাবে আরটি-পিসিআর টেস্ট করতে হবে। অন্য দেশ থেকে আগত যাত্রীদের বাধ্যতামূলকভাবে করোনা পরীক্ষা করার কোনও নির্দেশিকা জারি করা হয়নি। সেইমতো কলকাতা বিমানবন্দরেও করোনা পরীক্ষা হচ্ছে। সতর্কতার ভিত্তিতে বেছে-বেছে বিদেশ থেকে আগত যাত্রীদের করোনা পরীক্ষা করা হচ্ছে। বিমানবন্দরের আধিকারিকরা জানিয়েছেন, শনিবার সকাল থেকে রবিবার রাতের মধ্যে কলকাতা বিমানবন্দরে আসা প্রায় ১০০ জন বিদেশি যাত্রীর করোনা পরীক্ষা করা হয়েছিল। তবে কারও রিপোর্ট পজিটিভ আসেনি। তবে এবার এই শহরেও বিদেশি পর্যটকের শরীরে মিলল করোনার সংক্রমণ। কুয়ালালামপুর থেকে কলকাতা হয়ে বুদ্ধগয়া যাচ্ছিলেন ওই মহিলা। কলকাতা বিমানবন্দরে ব়্যাপিট টেস্ট করতেই ধরা পড়ে তিনি কোভিড পডিটিভ। তাঁকে সঙ্গে সঙ্গে আনা হয় বেলঘাটা আইডি হাসপাতালে।