যাদবপুর কাণ্ডে আরও এক পড়ুয়াকে গ্রেফতার করল যাদবপুর থানার পুলিশ। ধৃতের নাম সৌপ্তিক চন্দ। তিনি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র। থানায় ডেকে জিজ্ঞাসাবাদের পরই তাঁকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে খবর, গত ১ মার্চ যাদবপুরের শিক্ষাবন্ধু অফিসে অগ্নিসংযোগের ঘটনায় ওই ছাত্রকে গ্রেফতার করা হয়েছে।
তৃণমূল সমর্থিত কর্মী সংগঠন শিক্ষাবন্ধু অফিসে অগ্নি সংযোগের ঘটনায় মঙ্গলবার দশজনেরও বেশি পড়ুয়াকে থানায় ডেকে পাঠায় যাদবপুর পুলিশ সেখানে তাঁদের জিজ্ঞাসাবাদ করার পর সৌপ্তিক গ্রেফতার হন। এদিকে ছাত্রদের জিজ্ঞাসাবাদের প্রতিবাদে এদিন যাদবপুর থানার সামনে জমায়েত করেন পড়ুয়াদের একাংশ। পরে গ্রেফতারির খবর সামনে আসার পর থানার সামনে বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, পুলিশ মিথ্যা মামলায় ফাঁসাচ্ছে পড়ুয়াদের। তৃণমূলের সঙ্গে চক্রান্ত করে পুলিশ কাজ করছে। যদিও পুলিশ সূত্রে খবর, তদন্তকারীরা নিরপেক্ষভাবে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তদন্ত করছেন।
গত ১ মার্চ ওয়েবকুপার সভাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তেজনা ছড়ায়। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে ঘিরে বিক্ষোভ দেখায় বামপন্থী ছাত্র-ছাত্রীরা। তাঁকে হেনস্থা ও মারধর করা হয় বলেও অভিযোগ। ঘটনায় জখম হন একাধিক পড়ুয়া। তারপরই রাজনৈতিক চাপানউতোর শুরু হয়। সেদিন রাতে শিক্ষাবন্ধু অফিসে আগুন লাগানোর ঘটনা ঘটে। সেই ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়। পুলিশ তদন্ত শুরু করে। তার জেরেই আজকের গ্রেফতারি।
প্রসঙ্গত, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে দেশবিরোধী গ্রাফিতি এবং পোস্টার লাগানোর অভিযোগে পিডিএসএফ সমর্থক ছাত্রদের বিরুদ্ধে এফআইআর দায়ের আগেই করেছে কলকাতা পুলিশ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ৩ নম্বর গেটের কাছে, প্রযুক্তি ভবনের বিপরীতে, "আজাদ কাশ্মীর", "আজাদ মণিপুর", "দেওচা পাচামি" এবং অন্যান্য বিভেদমূলক বার্তা পাওয়ার পর যাদবপুর থানার পুলিশ মামলা শুরু করে।
পুলিশের একটি সূত্র ইন্ডিয়া টুডেকে জানিয়েছে, বাম ছাত্র সংগঠন পিডিএসএফের অজ্ঞাত সমর্থকদের বিরুদ্ধে বিএনএসের ৬১ -র ২ এবং ১৫২ ধারায় একটি স্বতঃপ্রণোদিত অভিযোগের ভিত্তিতে একটি মামলা দায়ের করা হয়েছে। এর আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আজাদ কাশ্মীরের সমর্থনে দেওয়াল লিখনে চাঞ্চল্য ছড়ায়। প্রযুক্তি ভবনে দেওয়াল লিখন নিয়ে নতুন বিতর্ক দেখা দেয়। দেওয়াল লিখনে আজাদ কাশ্মীরের পক্ষে শ্লোগান তোলা হয়। কারা লিখল শ্লোগান, তা নিয়ে তদন্ত শুরু করেছে যাদবপুর থানা।