Advertisement

Teachers Protest: আরজি করের নির্যাতিতার মা-বাবা BJP-র সজলের অনুষ্ঠানে, গেলেন শিক্ষক আন্দোলন মঞ্চেও

আরজি করের নির্যাতিতা চিকিৎসক মেয়ের ন্যায় বিচারের দাবি জানিয়ে আসছে পরিবার। চিকিৎসকের আন্দোলনে পাশে থেকেছেন নির্যাতিতা চিকিৎসকের মা-বাবা। রবিবার চাকরিহারাদের সঙ্গেও দেখা করলেন তিলোত্তমার বাবা-মা। শিক্ষকদের আন্দোলন মঞ্চ থেকে পুনরায় আরজি করের নির্যাতিতার বিচারের দাবি তোলেন তারা। তোপ দাগলেন সিবিআইয়ের দিকেও।

সজলের অনুষ্ঠানে আরজি করের নির্যাতিতার মা-বাবাসজলের অনুষ্ঠানে আরজি করের নির্যাতিতার মা-বাবা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 19 May 2025,
  • अपडेटेड 9:56 AM IST

আরজি করের নির্যাতিতা  চিকিৎসক মেয়ের ন্যায় বিচারের দাবি জানিয়ে আসছে পরিবার। চিকিৎসকের আন্দোলনে পাশে থেকেছেন নির্যাতিতা চিকিৎসকের মা-বাবা। রবিবার  চাকরিহারাদের সঙ্গেও দেখা করলেন তিলোত্তমার বাবা-মা। শিক্ষকদের আন্দোলন মঞ্চ থেকে পুনরায় আরজি করের নির্যাতিতার বিচারের দাবি তোলেন তারা। তোপ দাগলেন সিবিআইয়ের দিকেও।

রবিবার রাত ১০টার পরে নির্যাতিতার বাবা-মা সেখানে পৌঁছন। চাকরিহারাদের আন্দোলনে পাশে থাকার বার্তা দিলেন। সেখানে নির্যাতিতার বাবা-মা বলেন, 'আমরা চাকরিহারা শিক্ষকদের পাশে রয়েছি। তাঁদের এই আন্দোলন যাতে সাফল্য পায়ে সেই আশা রাখছি। আমার মেয়ের উপর যে অন্যায় হয়েছিল তার বিরুদ্ধে যেমন ন’মাস ধরে আমরা লড়াই করছি। ওঁদেরও বলব সেরকমই ধৈর্য ধরে লড়াইটা চালিয়ে যেতে। জয় অবশ্যই হবে।'

নির্যাতিতার  বাবা বলেন, ‘ওখানেও সিবিআই তদন্ত করছিল। কিন্তু ওরা ঠিক মতো রিপোর্ট পেশ করতে না পারায়, আজ এদের চাকরিটা চলে গিয়েছে। গোটাটাই প্রাতিষ্ঠানিক দুর্নীতি। আমার মেয়েটাও যেমন তার শিকার হয়েছে। এই শিক্ষক-শিক্ষিকারাও একই ভাবে ওই দুর্নীতির শিকার।’ তাঁর আরও সংযোজন, ‘এই শিক্ষকরাও এককালে আমার মেয়ের বিচারের দাবিতে আন্দোলন চালিয়েছে। রাজ্যের একাধিক স্কুলে যে আন্দোলন চলেছিল, তাতে এই শিক্ষক-শিক্ষিকাদেরও অবদান রয়েছে। তাই আমরা তাদের বলেছি, এই লড়াই যেমন চালাচ্ছি। তেমন তারাও যেন লড়াইটা চালিয়ে যায়।’ রবিবার আন্দোলনরত শিক্ষকদের পাশে দাঁড়ানোর পাশাপাশি বিজেপি নেতা সজল ঘোষের রক্তদান শিবিরেও দেখা যায় নির্যাতিতার  মা-বাবাকে।

 

দেশের বীর জওয়ানদের সঙ্গে নিজেদের সামিল করতে এবং  পেহেলগাঁওয়ে নিহতদের স্মরণ করার জন্য রবিবার বিকেলে রক্তদান শিবিরের আয়োজন করেছিলেন সজল ঘোষ। এই শিবিরে কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার , অভিনেতা রুদ্রনীল ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন অভয়ার মা এবং বাবাও। 

Read more!
Advertisement
Advertisement