পার্কস্ট্রিটে এক তরুণীকে ধর্ষণ ও নগ্ন ছবি ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগে গ্রেফতার হলেন বীরভূমের এক যুবক। পুলিশ সূত্রে জানা গেছে, ৩৪ বছর বয়সী ওই অভিযুক্তকে বুধবার রাত প্রায় ১০টা নাগাদ ওয়াটগঞ্জ থানা এলাকার একটি গেস্ট হাউস থেকে হানা দিয়ে আটক করা হয়।
কীভাবে শুরু হয় পরিচয়?
অভিযোগকারী তরুণীর স্বামী একটি কেন্দ্রীয় সংস্থার মামলায় দীর্ঘদিন ধরে জেলে ছিলেন। স্বামীর জামিন করাতে মরিয়া তরুণী এক ব্যক্তির সঙ্গে পরিচিত হন, যিনি নিজেকে সেনার সদস্য বলে পরিচয় দিয়েছিলেন এবং স্বামীকে জামিনে মুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এই বিশ্বাসের সূত্র ধরেই চলতে থাকে যোগাযোগ।
তারপরই নেমে আসে বিপর্যয়
তরুণীর অভিযোগ, পরিচয়ের পর থেকেই ওই যুবক সুযোগ নিতে শুরু করে। স্বামীকে জামিন করিয়ে দেওয়ার নাম করে তিনি তরুণীকে চাপ দিতে থাকেন এবং একাধিকবার জোর করে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে একাধিকবার ধর্ষণ করা হয় তাকে।
তরুণীর অভিযোগ, অভিযুক্ত যুবক তাকে নগ্ন ছবি ভাইরাল করে দেওয়ার হুমকি দিতেন। এই হুমকির ভয়েই তিনি বারবার শারীরিক নির্যাতনের শিকার হন। পরে স্বামী জেল থেকে মুক্তি পাওয়ার পর সাহস করে থানায় অভিযোগ দায়ের করেন তরুণী।
পুলিশি পদক্ষেপ ও তদন্ত
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পার্কস্ট্রিট থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে অভিযুক্তের অবস্থান নিশ্চিত করে ওয়াটগঞ্জের একটি গেস্ট হাউসে হানা দিয়ে তাকে গ্রেফতার করা হয়। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তদন্তকারীরা জানিয়েছেন, অভিযুক্ত ও তরুণীর সম্পর্কের সূত্র, পরিচয়ের ধরন এবং হুমকির বিষয়টি বিস্তারিতভাবে খতিয়ে দেখা হচ্ছে। তরুণীর বয়ান রেকর্ড করা হয়েছে। পুলিশের দাবি, প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা মিলেছে, আরও তথ্য সংগ্রহের কাজ চলছে।