Advertisement

Partha Arpita: 'সদর্পে বলছি অর্পিতা আমার বান্ধবী,' জেল থেকে ফিরেই সম্পর্কে স্বীকৃতি পার্থর

পার্থ চট্টোরাধ্যায় প্রায় সাড়ে ৩ বছর পর জামিনে মুক্তি পেয়েছেন। আর জেল থেকে বেরিয়েই অর্পিতার সঙ্গে নিজের সম্পর্ককে স্বীকৃতি দিলেন। তিনি বললেন, 'হ্যাঁ, সদর্পে বলছি অর্পিতা আমার বান্ধবী।'

পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায় পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায়
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 12 Nov 2025,
  • अपडेटेड 3:38 PM IST
  • জেল থেকে ফিরেই সম্পর্কে স্বীকৃতি পার্থর
  • অর্পিতাকে নিজের বান্ধবী বলে স্বীকার করলেন
  • বললেন, 'বউ নেই একটা বান্ধবী থাকতে পারে তো''

অর্পিতা মুখোপাধ্যায়কে নিজের বান্ধবী হিসেবে স্বীকৃতি দিলেন পার্থ চট্টোপাধ্যায়। প্রায় সাড়ে ৩ বছর পর জেল থেকে জামিনে মুক্তি পেয়েছেন শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। তাঁর সঙ্গেই ২০২১ সালের জুন মাসে গ্রেফতার হয়েছিলেন অর্পিতা মুখোপাধ্যায়ও। তাঁর টালিগঞ্জ এবং বেলঘড়িয়ার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল ৫০ কোটিরও বেশি টাকা। অর্পিতার সঙ্গে তাঁর কী সম্পর্ক তা নিয়েও প্রশ্নে বিদ্ধ হতে হয়েছিল পার্থকে। অবশেষে সেই প্রশ্নের অকপট জবাব দিলেন তিনি। 

অর্পিতাকে স্বীকৃতি
এবিপি আনন্দকে দেওয়া একটি সাক্ষাৎকারে পার্থ চট্টোপাধ্যায় বলেন, 'হ্যাঁ অর্পিতা আমার বান্ধবী। আমি সদর্পে স্বীকার করছি ও আমার বান্ধবী। যার বউ আছে, তার যদি দু'টো থাকতে পারে, আমার বউ নেই আমার একটা বান্ধবী থাকতে পারে না?' বিস্ফোরক মন্তব্য করে পার্থ আরও বলেন, 'এতে অসুবিধার কী আছে? আপনারা যদি শোভন-বৈশাখীকে দেখাতে পারেন, তা দেখাবেন? দলে অনেককে খুঁজে পাবেন, সৌগতদাকে খুঁজে পাবেন। যারা যারা আছে, দিদিমণি তো খবর রাখেন না তা না! সিরিয়াল দেখেন, সিনেমা আর্টিস্টদের খবর রাখেন, তাদের ক'টা বদল হল আর ক'টা থাকল, তিনি খবর রাখেন না? সব রাখেন।' পার্থ এবং অর্পিতার বয়সের ফারাক নিয়ে অনেক সময়েই নানা কটাক্ষ ধেয়ে এসেছে। সপাট জবাবে পার্থ বলেন, 'দেখুন আমাকে হাঁটুর বয়সি, অমুক বয়সি বলে যারা বিদ্রুপ করেছিল, তাদের প্রতি সহানুভূতি হয়। কারণ তাদের সবটাই আমি জানি। তাই বলে তাদের অপমান করতে চাই না।'

পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়

ঠিত এক বছর আগে ২০২৪ সালের নভেম্বর মাসে জামিন পেয়েছিলেন অর্পিতা মুখোপাধ্যায়। কখনও সাক্ষ্য গ্রহণের জন্য, কখনও বা আবার মামলার শুনানিতে হাজিরার জন্য দু'জনকেই আদালতে যেতে হয়েছে। কখনও স্বশরীরে, কখনও আবার ভার্চুয়াল মাধ্যমে দেখা হয়েছে পার্থ-অর্পিতার। শোনা গিয়েছে, অর্পিতার থেকে কুশল সংবাদ জানতে চেয়েছিলেন পার্থ। আবার ভার্চুয়াল শুনানিতে চোখের ইশারা কিংবা অঙ্গভঙ্গিও করেছেন তাঁরা। 

Advertisement
পার্থ-অর্পিতা

এদিকে, ভরা আদালতে একবার অর্পিতাকে 'উনি একজন অভিনেত্রী' বলেছিলেন পার্থ। অর্পিতার মেডিক্যাল ইনস্যুওরেন্স নথিতে পার্থর পরিচয় ছিল 'আঙ্কল'। তাঁদের নামে যৌথ ভাবে একাধিক সম্পত্তি থাকারও নথি সামনে এসেছিল। শান্তিনিকেতনে 'অপা' নামে একটি বাংলোরও সন্ধান মেলে। এত কিছুর পরও অফিসিয়ালি নিজেদের সম্পর্ক নিয়ে কখনও মুখ খোলেননি তাঁরা। তবে জামিনে মুক্তি পেয়ে নিজের বান্ধবী হিসেবেই সদর্পে অর্পিতার নাম নিলেন পার্থ চট্টোপাধ্যায়। 

 

Read more!
Advertisement
Advertisement