Advertisement

Arpita Mukherjee Bail: ফ্ল্যাট থেকে মিলেছিল ৫০ কোটি, সেই পার্থ-বান্ধবী অর্পিতার জামিন

২০২২ সালের ২২ জুন পার্থ এবং অর্পিতাকে গ্রেফতার করেছিল সিবিআই। প্রায় ৫০ কোটি টাকা নগদ উদ্ধার হয়েছিল অর্পিতার দুই ফ্ল্যাট থেকে। গ্রেফতারির ৮৫৭ দিন পর জামিন পেলেন পার্থের বান্ধবী।

অর্পিতা মুখোপাধ্যায়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 25 Nov 2024,
  • अपडेटेड 7:39 PM IST
  • অর্পিতা মুখোপাধ্যায়ের জামিন।
  • ৫ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন।

জামিন পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার  তাঁকে ৫ লক্ষ টাকার বন্ডে জামিন দিয়েছে ইডির বিশেষ আদালত। শর্ত দেওয়া হয়েছে, কলকাতার বাইরে তিনি যেতে পারবেন না। বর্তমানে প্যারোলে রয়েছেন। মায়ের মৃত্যুর 

২০২২ সালের ২২ জুন পার্থ এবং অর্পিতাকে গ্রেফতার করেছিল সিবিআই। প্রায় ৫০ কোটি টাকা নগদ উদ্ধার হয়েছিল অর্পিতার দুই ফ্ল্যাট থেকে। গ্রেফতারির ৮৫৭ দিন পর জামিন পেলেন পার্থের বান্ধবী। জুড়ে হয়েছে শর্তও। যেমন- মামলা চলাকালীন কলকাতা ছেড়ে যেতে পারবেন না অর্পিতা। জমা রাখতে হবে পাসপোর্ট।

শিক্ষা নিয়োগ দুর্নীতির তদন্তে ২০২২ সালের ২২ জুলাই দক্ষিণ কলকাতার নাকতলায় পার্থের বাড়িতে অভিযান চালায় ইডি। তল্লাশি এবং জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার হন পার্থ। এরপর পার্থের ঘনিষ্ঠ  অর্পিতার টালিগঞ্জ এবং বেলঘরিয়ার ফ্ল্যাটেও হানা দেয় ইডি। টালিগঞ্জের একটি আবাসনে অর্পিতার ফ্ল্যাট থেকে নগদ ২১ কোটি ৯০ লক্ষ টাকা উদ্ধার মেলে। পাওয়া যায় প্রচুর বিদেশি মুদ্রা এবং সোনার গয়না। তারপর ২৭ জুলাই বেলঘরিয়ার একটি আবাসনে অর্পিতার ফ্ল্যাট থেকে ২৭ কোটি ৯০ লক্ষ টাকা উদ্ধার করে ইডি। সেই সঙ্গে মেলে গয়নাও। ইডি জানিয়েছিল,অর্পিতার দু'টি ফ্ল্যাট থেকে ৪৯ কোটি ৮০ লাখ টাকা নগদ এবং ৫ কোটি ৮ লক্ষ টাকার গয়না উদ্ধার হয়েছে। 

এদিকে, পার্থের জামিন আর্জিতে একমত হননি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দুই বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিংহ রায়। ডিভিশন বেঞ্চের বিচারপতিদের মতের অমিল হলে মামলাটি যায় প্রধান বিচারপতির কাছে।  রায়ের জন্য তৃতীয় বেঞ্চে মামলাটি পাঠান দস্তুর।  সোমবার ওই মামলা বিচারপতি তপোব্রত চক্রবর্তীর একক বেঞ্চে পাঠিয়েছেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। চলতি সপ্তাহে ওই মামলার শুনানির সম্ভাবনা।

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement