Advertisement

Partha Chatterjee And Arpita Mukherjee : 'চোখে চোখে' কথা পার্থ-অর্পিতার, শুনানিতে যা হল...

মঙ্গলবার ভার্চুয়াল শুনানিতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতে হাজির করানো হয় পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে। সেখানে আগামী ১৯ এপ্রিল পর্যন্ত ২ জনেরই হেফাজতের মেয়াদ বেড়েছে। কিন্তু সেই শুনানি চলাকালীন পার্থ এবং অর্পিতা পরস্পরের প্রতি প্রেমের অঙ্গীকার করেছেন বলে কারও কারও দাবি। আদালতের একটি সূত্র মারফত খবর, এদিন ভার্চুয়াল শুনানি চলাকালীন ইশারায় কথা বলেন পার্থ এবং অর্পিতা। সূত্রের খবর, অর্পিতাকে দেখে বুকের বাঁ দিকে হাত রেখে, আঙুল দিয়ে হৃদয়ও এঁকে দেখান পার্থ। যা দেখে রীতিমতো হেসে ফেলেন অর্পিতা।

পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Mar 2023,
  • अपडेटेड 10:36 PM IST
  • আদালতে ভার্চুয়াল সাক্ষাৎ পার্থ-অর্পিতার
  • কথা হল 'ইশারায়'
  • ঠিক যা ঘটল...

'সমঝদারোঁ কে লিয়ে ইশারা হি কাফি হ্যায়', মঙ্গলবার কার্যত হিন্দি এই প্রবাদবাক্যই ঘটে গেলে পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ও অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) শুনানিতে। অন্তত এমনটাই মনে করছেন কেউ কেউ। এদিনের শুনানিকে নাকি 'চোখে চোখে' এবং 'ইশারায়' কথা মনের ভাব আদান প্রদান হয়েছে উভয়ের মধ্যে।

মঙ্গলবার ভার্চুয়াল শুনানিতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতে হাজির করানো হয় পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে। সেখানে আগামী ১৯ এপ্রিল পর্যন্ত ২ জনেরই হেফাজতের মেয়াদ বেড়েছে। কিন্তু সেই শুনানি চলাকালীন পার্থ এবং অর্পিতা পরস্পরের প্রতি প্রেমের অঙ্গীকার করেছেন বলে কারও কারও দাবি। আদালতের একটি সূত্র মারফত খবর, এদিন ভার্চুয়াল শুনানি চলাকালীন ইশারায় কথা বলেন পার্থ এবং অর্পিতা। সূত্রের খবর, অর্পিতাকে দেখে বুকের বাঁ দিকে হাত রেখে, আঙুল দিয়ে হৃদয়ও এঁকে দেখান পার্থ। যা দেখে রীতিমতো হেসে ফেলেন অর্পিতা।

আদালতের আরও একটি সূত্রে জানা গিয়েছে, এই ঘটনার কিছুক্ষণ পর পার্থর কম্পিউটারের স্ক্রিন কালো হয়ে যায়। টেকনিক্যাল সমস্যা মিটলে ফের স্ক্রিনে দেখা যায় তাঁকে। তখন ইশারায় তাঁর দিকে প্রশ্ন ছোড়েন অর্পিতা। জবাবে ইশারাতেই পার্থ বুঝিয়ে দেন, তিনি চা খাচ্ছিলেন। সূত্রের খবর, এর পর অর্পিতার চুল দেখে মুচকি হাসেন পার্থ। গোঁফে পার্থকে ভাল লাগছে, তাও ইশারায় বোঝান অর্পিতা। এর পর বুড়ো আঙুল উঁচিয়ে অর্পিতাকে থামস আপ দেখান পার্থ। তাতে কিছু লেখার ইশারা করেন অর্পিতা। শুধু তাই নয়, 'মাথা খারাপ হয়েছে?' ইশারায় এমনটাও নাকি প্রশ্ন ছুড়ে দেন অর্পিতা। তাতে পাল্টা ইশারায় জবাব দেন পার্থও। 

আরও পড়ুন

প্রসঙ্গত, এর আগে ১৪ ফেব্রুয়ারিও ভার্চুয়ারি হঠাৎ করেই আদালতে মুখোমুখি হন পার্থ-অর্পিতা। সেদিন ভার্চুয়ালি পেশ করা হয় আদালতে পার্থকে। আর ঠিক সেই একই সময় হঠাৎ আদালতে ভার্চুয়ালি পেশ করা হয় অর্পিতা মুখোপাধ্যায়কেও। সেই দেখে বিচারক জানতে চান, অর্পিতা মুখোপাধ্যায়কে আদালতে পেশ করা হয়েছে কেন? উত্তরে আদালতের উপস্থিত কর্মীরা জানান যে আর্পিতার সঙ্গে ভুলবশত সংযোগ স্থাপন হয়ে গিয়েছে। তাতে রীতিমতো বিস্ময় প্রকাশ করেন বিচারক এবং অর্পিতার সংযোগ বিচ্ছিন্ন করা নির্দেশ দেন।   

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement