
Partha Chatterjee Release: আজ বা আগামিকালই বাড়ি ফিরতে পারেন পার্থ চট্টোপাধ্যায়। খুব শীঘ্রই সিবিআইয়ের বিশেষ আদালতে পার্থর বেল বন্ড জমা দেবেন তাঁর আইনজীবীরা। এরপর আদালত রিলিজ অর্ডার বের করলেই তা পৌঁছে যাবে প্রেসিডেন্সি সংশোধনাগারে। বর্তমানে প্রাক্তন শিক্ষামন্ত্রী এক বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। ওয়াকিবহাল মহলের মতে, চিকিৎসকের অনুমতি মিললে সোমবার রাতে বা মঙ্গলবার সকালেই তিনি বাড়ি ফিরতে পারেন। রেচনতন্ত্র, হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন পার্থ। তবে আপাতত কিছুটা সুস্থ আছেন।
২০২২ সালের জুলাই থেকে বিচারাধীন অবস্থায় জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়। শিক্ষক নিয়োগ দুর্নীতি-সহ একাধিক মামলায় তাঁর বিরুদ্ধে তদন্ত চলছে। একে একে প্রায় সব মামলাতেই জামিন পেয়েছেন। তবে একটি মামলায় সাক্ষ্যগ্রহণ সম্পূর্ণ না হওয়ায় এতদিন জেলেই ছিলেন তিনি। অবশেষে সোমবার আলিপুরের বিশেষ সিবিআই আদালতে সেই সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়। এর ফলে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর জেলমুক্তি এবার খালি সময়ের অপেক্ষা।
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সালের ২২ জুলাই গ্রেফতার হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। ইডি ও সিবিআইয়ের দায়ের করা মামলাগুলিতে একে একে জামিন পেয়েছেন পার্থ। ২৬ সেপ্টেম্বর নিয়োগ দুর্নীতি সংক্রান্ত শেষ মামলাতেও কলকাতা হাইকোর্ট থেকে জামিন পান।
কিন্তু সুপ্রিম কোর্টের একটি নির্দিষ্ট শর্তের কারণে জেলবন্দি অবস্থা চলছিল। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, নিম্ন আদালতকে চার সপ্তাহের মধ্যে চার্জ ফ্রেম করতে হবে। পাশাপাশি দুই মাসের মধ্যে গুরুত্বপূর্ণ সাক্ষীদের জবানবন্দি রেকর্ড করতে বলা হয়েছিল। সাক্ষ্যগ্রহণ শেষ হলেই তিনি মুক্তি পাবেন বলে নির্দেশ ছিল। আইনজীবীদের মতে, সাক্ষীদের যাতে পার্থ কোনওভাবে প্রভাবিত করতে না পারেন, সেই কারণেই এহেন সিদ্ধান্ত।
গত শুক্রবার শেষ সাক্ষীর জবানবন্দি অসম্পূর্ণ ছিল। ফলে কাজ থমকে ছিল। সোমবার আদালতে সেই সাক্ষ্যগ্রহণ সম্পূর্ণ হয়। আর তারপরেই পার্থর জেলমুক্তি পথ পরিষ্কার হয়ে যায়।
ফলে, পার্থ চট্টোপাধ্যায়ের ঘরে ফেরা কার্যত সময়ের অপেক্ষা। তবে, বাড়ি ফিরলেও রাজ্য রাজনীতির ময়দানে তিনি ফিরবেন কিনা, সেই জল্পনাতেই এখন মশগুল রাজনৈতিক মহল।