
'বান্ধবী সকলেই থাকে। সৌগতদাকেও খোঁজ নিন (তৃণমূল সাংসদ সৌগত রায়)।' মঙ্গলবার জামিনে জেলমুক্তি হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে টাকা উদ্ধারের ঘটনা শোরগোল ফেলে দিয়েছিল রাজ্য রাজনীতিতে। বান্ধবী নিয়ে একটি সংবাদমাধ্যম বুধবার তাঁকে প্রশ্ন করায় ওই উত্তর দেন পার্থ।
পার্থ সংবাদমাধ্যমটিকে আরও বলেন, 'অর্পিতা আমার বান্ধবী। তাতে অসুবিধার কী আছে? আপনারা যদি শোভন-বৈশাখীকে দেখাতে পারেন, তা দেখাবেন? আর এখানে, দলে অনেককে খুঁজে পাবেন, সৌগতদাকে খুঁজে পাবেন, যারা যারা আছে, দিদিমণি তো খবর রাখেন না তা না! সিরিয়াল দেখেন, সিনেমা আর্টিস্টদের খবর রাখেন, তাদের ক'টা বদল হল আর ক'টা থাকল, তিনি খবর রাখেন না? সব রাখেন। আমি না একেবারে বুদ্ধবাবুর মতো বুঝলেন! আমার যদি মেন্টর থাকেন কেউ, সংসদীয়তে তাহলে হাশিম আব্দুল হালিম। আর কাকে দেখে, কাকে আক্রমণ করে করতে হবে, তার নাম বুদ্ধদেব ভট্টাচার্য। আর কে আমার নেতা? তাঁর নাম মমতা। এই নিয়ে এতদিন রাজনীতি করেছি।'
বিষয়টিতে দমদমের সাংসদ সৌগত রায়ের সঙ্গে ফোন যোগাযোগ করা হলে তিনি কিছুটা অবার হয়ে যান। বলেন, 'পার্থ আমার নাম কেন নিল কে জানে। এবিষয়ে আমার কিছু বলার নেই।' বর্ষীয়ান সাংসদের কন্ঠস্বরে কিছুটা অপ্রস্তুতভাব ফুটে উঠল যেন।
রাজ্যের বহুল আলোচিত স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘ কারাবাসের পর পার্থ জেল থেকে বেরিয়েই ফের রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য সৃষ্টি করলেন। তাঁর মন্তব্য ঘিরে মুহূর্তে রাজ্যের রাজনৈতিক মহলে হইচই পড়ে যায়। দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়কে যখন ফোন করে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানাতে বলা হয়, তখন তাঁর কণ্ঠে স্পষ্ট অস্বস্তির ছাপ।