Advertisement

PM Modi kolkata: দমদমে মোদীর সভা ঠিক কোথায়? কখন আসছেন প্রধানমন্ত্রী? বিস্তারিত রইল

দুর্গাপুজোর আগে বাংলার জন্য ‘ঐতিহাসিক উপহার’। আগামীকাল, বৃহস্পতিবার কলকাতা আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দমদম থেকে তিনটি নতুন মেট্রোপথের উদ্বোধন করবেন তিনি। পাশাপাশি থাকছে সরকারি কর্মসূচি ও জনসভা।

মেট্রো উদ্বোধনে প্রধানমন্ত্রী।-ফাইল ছবিমেট্রো উদ্বোধনে প্রধানমন্ত্রী।-ফাইল ছবি
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 21 Aug 2025,
  • अपडेटेड 10:26 AM IST
  • দুর্গাপুজোর আগে বাংলার জন্য ‘ঐতিহাসিক উপহার’।
  • আগামীকাল, বৃহস্পতিবার কলকাতা আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দমদম থেকে তিনটি নতুন মেট্রোপথের উদ্বোধন করবেন তিনি।

দুর্গাপুজোর আগে বাংলার জন্য ‘ঐতিহাসিক উপহার’। আগামীকাল, বৃহস্পতিবার কলকাতা আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দমদম থেকে তিনটি নতুন মেট্রোপথের উদ্বোধন করবেন তিনি। পাশাপাশি থাকছে সরকারি কর্মসূচি ও জনসভা।

কোথায় এবং কখন মোদী?
সূত্রের খবর, উত্তর কলকাতার যশোহর রোড মেট্রো স্টেশনে উদ্বোধনী অনুষ্ঠান হবে। তবে ভার্চুয়ালি নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে উপস্থিত থেকে এই নতুন রুটগুলির উদ্বোধন করবেন।
বিকেল ৪টে ৫ মিনিট: কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন প্রধানমন্ত্রী।

৪টে ১০ মিনিট: সড়কপথে প্রধানমন্ত্রী রওনা হবেন যশোহর রোড মেট্রো স্টেশনের উদ্দেশে।

৪টে ১৫ মিনিট: মেট্রোর নতুন তিনটি রুটের উদ্বোধন। মেট্রো চেপে প্রধানমন্ত্রী নোয়াপাড়া থেকে বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন, তার পরে ৪টে ৩৫ মিনিটে যশোহর রোড মেট্রো স্টেশনে তিনি ফিরে আসবেন। সেখান থেকে সড়কপথে প্রধানমন্ত্রী রওনা হবেন দমদম সেন্ট্রাল জেল মাঠের দিকে। সেখানে প্রশাসনিক মঞ্চ থেকে ৪টে ৪৫ মিনিটে শুরু করে ৫টা ১৫ মিনিট পর্যন্ত তিনি কয়েকটি সরকারি প্রকল্পের উদ্বোধন করবেন।

৫টা ২০ মিনিট: নরেন্দ্র মোদী উঠবেন প্রশাসনিক মঞ্চের পাশেই, বিজেপির রাজনৈতিক মঞ্চে। বিকেল ৫টা ৩০ মিনিট থেকে সন্ধে ৬টা ১৫ মিনিট পর্যন্ত সেখানে মোদী ভাষণ দেবেন। তার পরে প্রধানমন্ত্রী সড়কপথে কলকাতা বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন।

সন্ধে ৬টা ৩০ মিনিট: প্রধানমন্ত্রীর দিল্লির উদ্দেশে রওনা হওয়ার কথা।

কোন তিনটি মেট্রোরুট খুলছে?
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্বোধনের পর তিনটি রুটে মেট্রো চলাচল শুরু হবে—শিয়ালদা - এসপ্ল্যানেড, বেলেঘাটা - হেমন্ত মুখোপাধ্যায় (রুবি), এবং নোয়াপাড়া - জয় হিন্দ (বিমানবন্দর)। এছাড়াও ওই দিন প্রধানমন্ত্রী হাওড়া মেট্রো স্টেশনের সাবওয়ে-এরও উদ্বোধন করবেন।

রেলের বিনিয়োগ ও উন্নয়ন
রেল জানিয়েছে, চলতি বছরের বাজেটে পশ্চিমবঙ্গ পেয়েছে ১৩,৯৫৫ কোটি টাকা। বর্তমানে বাংলায় রেল পরিষেবা ও পরিকাঠামো উন্নয়নের জন্য ৮৩,৭৬৫ কোটি টাকার প্রকল্প কাজ চলছে। এর মধ্যে, ১০১টি স্টেশনকে বিশ্বমানের স্টেশন হিসেবে গড়ে তোলার কাজ চলছে। ইতিমধ্যেই ৯টি বন্দে ভারত ও ২টি অমৃত ভারত ট্রেন চালু হয়েছে।

Advertisement

রাজনৈতিক গুরুত্ব
বিধানসভা নির্বাচন যত ঘনিয়ে আসছে, বাংলায় বিজেপির নজর তত বাড়ছে। এর আগে মে মাসে আলিপুরদুয়ার এবং জুলাই মাসে দুর্গাপুর সফর করেছিলেন প্রধানমন্ত্রী। বিজেপি সূত্রে খবর, এ বছর ডিসেম্বর পর্যন্ত মোট ১০টি প্রশাসনিক ও রাজনৈতিক কর্মসূচিতে যোগ দেবেন তিনি। কলকাতা সফর তার মধ্যে বড় মাইলফলক।

বিজেপির অভিযোগ
রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য রবিবার জানান, যশোর রোড থেকে বিমানবন্দর পর্যন্ত মেট্রোর ফ্ল্যাগ-অফ করবেন প্রধানমন্ত্রী। এরপর সরকারি কর্মসূচি শেষে পরিবর্তন সভায় যোগ দেবেন।

তিনি অভিযোগ করেন—
রাজ্যের জমি নীতি ও অসহযোগিতার কারণে ৪৩টি রেল প্রকল্প আটকে আছে।
চিংড়িহাটায় তিনটি পিলারের কারণে সেক্টর ৫–এর সঙ্গে কলকাতার সংযোগ বিচ্ছিন্ন।
জমি জট, নাম পরিবর্তন ও তহবিলের অভাবে বহু প্রকল্প থমকে রয়েছে।

শমীক ভট্টাচার্যের দাবি, 'প্রধানমন্ত্রী বাংলার উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু রাজ্য সরকারের মোদী বিরোধিতা ও কেন্দ্র বিরোধিতার কারণে সাধারণ মানুষই বঞ্চিত হচ্ছেন।'

 

Read more!
Advertisement
Advertisement