Advertisement

Narendra Modi Wishes Mamata: মমতার জন্মদিনে 'দিদি' সম্বোধন মোদীর, শুভেচ্ছা বার্তায় লিখলেন...

সরকারি নথি অনুযায়ী আজ অর্থাৎ ৫ জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। আর এই বিশেষ দিনে তাঁকে প্রতি বছরের মতো এবারও শুভেচ্ছাবার্তা পাঠালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার সকালে সোশাল মিডিয়ায় মমতার দীর্ঘায়ু ও সুস্থতা প্রার্থনা করে জন্মদিনের শুভেচ্ছা জানালেন মোদী।

 'দিদি'র জন্মদিনে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী 'দিদি'র জন্মদিনে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 Jan 2026,
  • अपडेटेड 9:23 AM IST

সরকারি নথি অনুযায়ী আজ অর্থাৎ ৫ জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। আর এই বিশেষ দিনে তাঁকে প্রতি বছরের মতো এবারও শুভেচ্ছাবার্তা পাঠালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার সকালে সোশাল মিডিয়ায় মমতার দীর্ঘায়ু ও সুস্থতা প্রার্থনা করে জন্মদিনের শুভেচ্ছা জানালেন মোদী। 

প্রতি বছরই এই দিনে সৌজন্যবশত বাংলার মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে থাকেন প্রধানমন্ত্রী। এবারও তার ব্যতিক্রম হল না। সোশ্যাল মিডিয়ায় মোদী লেখেন, 'পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা দিদিকে জন্মদিনের শুভেচ্ছা। আমি তাঁর সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি।'

 

খাতায়-কলমে ১৯৫৫ সালের ৫ জানুয়ারি জন্মদিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেই হিসেবে ২০২৬ সাল অর্থাৎ এবছর তিনি পা রাখলেন একাত্তরে। এই দিনটি ঘিরে প্রতি বছর দলের নেতা-কর্মীদের উৎসাহ থাকে তুঙ্গে। শুভেচ্ছার বন্যা বয়ে যায় কালীঘাটের বাড়িতে। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন গঙ্গাসাগরে।

যদিও নিজের ‘একান্তে’ বইতে মমতা  বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেছেন, ৫ জানুয়ারি নয়, মায়ের কথা অনুযায়ী, তাঁর জন্ম হয়েছিল দুর্গাষ্টমীতে। বইয়ে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, 'মা'র কথানুযায়ী দুর্গাপুজার মহাষ্টমীর দিন সব্ধিপুজোর সময় আমার জন্ম। তিনদিন আগে থেকে নাকি শুরু হয়েছিল একটানা প্রবল বৃষ্টি। আমি চোখ খোলার পরই নাকি বৃষ্টি থেমে যায়। তাই মাঝে মাঝে ভাবি আমার বেশির ভাগ কর্মসূচিতেই অন্য অনেকের সঙ্গে বৃষ্টিও থাকে আমার সঙ্গী। এখন তো ধরেই নিই যে একফোঁটা হলেও বৃষ্টি পড়বেই।'

Read more!
Advertisement
Advertisement