একদিনের সফরে বুধবার রাজ্যে আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রবিবার দুপুরে দিল্লি থেকে বায়ুসেনার বিশেষ বিমানে কলকাতা বিমানবন্দরে নামবেন তিনি। সেখান থেকে দুপুর দেড়টা নাগাদ হেলিকপ্টারে করে কল্যাণী এইমসে যাবেন। সেখানে প্রথম সমাবর্তন অনুষ্ঠানে তিনি ভাষণ দেবেন। ওই অনুষ্ঠানের পর বিকেলে দক্ষিণেশ্বর মন্দিরে যাবেন পুজো দিতে। রাষ্ট্রপতির সফরের কারণে কলকাতায় বেশ কিছু রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
সূত্রের খবর, রাষ্ট্রপতি মুর্মু ভারতীয় বিমান বাহিনীর (IAF) একটি বিশেষ বিমানে কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন দুপুরে। এরপর তিনি IAF-এর MI-17 হেলিকপ্টারে করে দুপুর দেড়টা নাগাদ কল্যাণীতে BSF হেলিপ্যাডে পৌঁছবেন। তিনি BSF অফিসার্স মেসে মধ্যাহ্নভোজ সারবেন। তারপর AIIMS-এর উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে এইমসের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন। রাষ্ট্রপতি ভাষণ দেবেন। এরপর রাষ্ট্রপতি বিকেল ৫টা ১৫ মিনিট নাগাদ কলকাতা বিমানবন্দরে ফিরে আসবেন এবং সেখান থেকে সড়কপথে দক্ষিণেশ্বর কালী মন্দিরে যাবেন। সূত্রের খবর, তিনি দক্ষিণেশ্বর মন্দিরে আরতি দেখবেন এবং পুজো দেবেন।
দক্ষিণেশ্বরে পুজো দেওয়ার পর সড়কপথেই রাজভবনে আসবেন রাষ্ট্রপতি। সেখানেই রাত্রিবাস করবেন। বৃহস্পতিবার ৩১ জুলাই রাজভবনে বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে দেখা করার কর্মসূচিও রয়েছে তাঁর। এরপর তিনি ঝাড়খণ্ডের উদ্দেশে রওনা দেবেন। সেখানে এইমস্ দেওঘরের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন।
রাষ্ট্রপতির সফরের জন্য কলকাতা, কল্যাণী এবং দক্ষিণেশ্বরে নিরাপত্তা ব্যবস্থা কঠোর থাকবে। ভারতীয় বিমানবাহিনী এবং পুলিশ একসঙ্গে কাজ করবে। দক্ষিণেশ্বর মন্দিরের সূত্র জানিয়েছে, রাষ্ট্রপতির সফরের জন্য একটি বিশেষ নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। রাষ্ট্রপতির সফরের কারণে কলকাতা পুলিশ দুদিন নানা নিষেধাজ্ঞা আরোপ করেছে।
পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, ৩০ ও ৩১জুলাই কলকাতা শহরের মধ্যে সকল ধরণের পণ্যবাহী যানবাহন চলাচলে নিয়ন্ত্রণ করা হবে। ৩০ জুলাই বিকাল সাড়ে ৪টে থেকে রাত ৯টা পর্যন্ত সিঁথি ক্রসিং, বি টি রোড, টালা ব্রিজ, বিধান সরণি, শ্যামবাজার পাঁচ মাথার মোড়, ভূপেন বোস অ্যাভিনিউ, জেএম অ্যাভিনিউ,সি আর অ্যাভিনিউ , বি বি গাঙ্গুলি স্ট্রিট, লালবাজার স্ট্রিট, বিবাদি বাগ (পূর্ব), ওল্ড কোর্ট হাউস স্ট্রিট, আর আর অ্যাভিনিউয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এছাড়াও, ৩১ জুলাই সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১টা টা পর্যন্ত আর আর অ্যাভিনিউ, রেড রোড, জে অ্যান্ড এন আইল্যান্ড,খিদিরপুর রোড, ক্যাসুয়ারিনা অ্যাভিনিউ, হাসপাতাল রোড, হাসপাতাল রোড পূর্ব, এজেসি বোস ফ্লাইওভার, মা ফ্লাইওভার, ই এম বাইপাস,হিডকো ক্রসিং, দুর্গাপুর ব্রিজে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
পুলিশ আরও জানিয়েছে, প্রয়োজনে ট্রাম-সহ সকল যানবাহনের চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হতে পারে। অথবা ডাইভার্ট করা হতে পারে। রাজভবনের ভেতরে এবং আশপাশে সকল ধরণের ভারী পণ্যবাহী যানবাহন চলাচল নিষিদ্ধ করা হবে। পুলিশ জানিয়েছে, প্রয়োজনে যে কোনও মেন রোড এবং ফিডার রোড থেকে যানবাহন চলাচলও ঘুরিয়ে দেওয়া যেতে পারে।