Advertisement

Prime Minister Narendra Modi: সেপ্টেম্বরেই বাংলায় মোদী, আসছেন ডোভালও, কবে হাই প্রোফাইল সফর?

দেশের প্রতিরক্ষা ব্যবস্থায় সংস্কার, রূপান্তর ও পরিবর্তনের বার্তা নিয়ে কলকাতায় হবে কমান্ডারদের সম্মেলন (Combined Commanders’ Conference - CCC)। আগামী ১৫ সেপ্টেম্বর। তিনদিনের এই সম্মেলন চলবে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। এ বছর সম্মেলনের মূল বিষয় হল 'সংস্কারের বছর, ভবিষ্যতের জন্য রূপান্তর'।

নরেন্দ্র মোদী ও অজিত ডোভাল।-ফাইল ছবিনরেন্দ্র মোদী ও অজিত ডোভাল।-ফাইল ছবি
Aajtak Bangla
  • দিল্লি,
  • 08 Sep 2025,
  • अपडेटेड 4:55 PM IST
  • দেশের প্রতিরক্ষা ব্যবস্থায় সংস্কার, রূপান্তর ও পরিবর্তনের বার্তা নিয়ে কলকাতায় হবে কমান্ডারদের সম্মেলন (Combined Commanders’ Conference - CCC)।
  • আগামী ১৫ সেপ্টেম্বর।

দেশের প্রতিরক্ষা ব্যবস্থায় সংস্কার, রূপান্তর ও পরিবর্তনের বার্তা নিয়ে কলকাতায় হবে কমান্ডারদের সম্মেলন (Combined Commanders’ Conference - CCC)। আগামী ১৫ সেপ্টেম্বর। তিনদিনের এই সম্মেলন চলবে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। এ বছর সম্মেলনের মূল বিষয় হল 'সংস্কারের বছর, ভবিষ্যতের জন্য রূপান্তর'।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। তাঁর পাশাপাশি উপস্থিত থাকবেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, প্রতিরক্ষা রাজ্যমন্ত্রী, প্রতিরক্ষা প্রধান (CDS), প্রতিরক্ষা সচিব এবং তিন বাহিনীর সর্বোচ্চ পদস্থ আধিকারিকরা। প্রতিরক্ষা মন্ত্রকের অন্যান্য শীর্ষ আধিকারিক এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরাও এই সম্মেলনে যোগ দেবেন।

সম্মেলনে মূলত সশস্ত্র বাহিনীর প্রাতিষ্ঠানিক সংস্কার, প্রযুক্তিগত আধুনিকীকরণ নিয়ে আলোচনা হবে। একই সঙ্গে বহুমাত্রিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনীর অপারেশনাল প্রস্তুতি জোরদার করার কৌশল নিয়েও আলোকপাত করা হবে।
প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, জটিল ভূ-কৌশলগত পরিস্থিতিতে ভারতীয় সেনাবাহিনীকে আরও চটপটে ও সিদ্ধান্তমূলক করে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ। অফিসার এবং কর্মীদের সঙ্গেও বিশেষ ইন্টারেক্টিভ সেশন অনুষ্ঠিত হবে, যাতে তাঁদের বাস্তব অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা হয়।

উল্লেখযোগ্যভাবে, সম্মিলিত কমান্ডারদের সম্মেলন দেশের সর্বোচ্চ স্তরের একটি কৌশলগত ফোরাম, যেখানে নাগরিক এবং সামরিক নেতৃত্ব এক হয়ে প্রতিরক্ষা ও নিরাপত্তা নীতির দিকনির্দেশনা ঠিক করে। 

 

Read more!
Advertisement
Advertisement