কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে সম্প্রতি ঘটে যাওয়া একটি ঘটনার জেরে উত্তাল পড়ুয়াদের একাংশ। অভিযোগ উঠেছে, পাঞ্জাবি ও দাড়ি রাখা দেখে এক ইন্টার্ন চিকিৎসককে ‘জঙ্গি’ বলে কটাক্ষ করেছেন ENT বিভাগের এক অধ্যাপক। ঘটনার জেরে ইতিমধ্যেই মেডিক্যাল কলেজে জমা পড়েছে লিখিত অভিযোগ, গঠন করা হয়েছে অনুসন্ধান কমিটিও। অধ্যাপকের এমন মন্তব্য ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক ও ছাত্রবিক্ষোভ।
কী ঘটেছিল?
কিছুদিন আগে ENT বিভাগে পাঞ্জাবি পরা এবং মুখে লম্বা দাড়ি রাখা অবস্থায় এক ইন্টার্ন চিকিৎসক যান। সেখানেই এক অধ্যাপক তাঁকে দেখে কটাক্ষ করেন বলে অভিযোগ। অভিযোগ, তিনি ইন্টার্নকে বলেন, তাঁর এই পোশাক ও দাড়ির জন্য তিনি দেখতে ‘জঙ্গি’র মতো লাগছেন। শুধু তাই নয়, ওই ইন্টার্নকে দাড়ি কেটে আসার নির্দেশও দেওয়া হয়। বলা হয়, রোগীরাও তাঁকে ভয় পেতে পারেন। এরপর তাঁকে শার্ট-প্যান্ট পরে আসার পরামর্শ দেন অধ্যাপক।
ছাত্রবিক্ষোভ, লিখিত অভিযোগ, অধ্যাপকের ক্ষমা
ঘটনার খবর ছাত্র সংসদের কাছে পৌঁছাতেই বিষয়টি নিয়ে সরব হন পড়ুয়ারা। ছাত্র সংসদের তরফে কলকাতা মেডিক্যাল কলেজের অধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ জমা দেওয়া হয়। অভিযোগের ভিত্তিতে অধ্যক্ষ সুপারের অধীনে একটি অনুসন্ধান কমিটি গঠনের নির্দেশ দেন।
কলেজের এক চিকিৎসক বলেন, 'ইএনটি বিভাগের এক চিকিৎসকের মন্তব্যে ছাত্ররা ক্ষুব্ধ। বিষয়টি কিছুদিন আগের। অধ্যক্ষের নির্দেশে একটি কমিটি গঠন করা হয়েছে এবং অভিযুক্ত চিকিৎসককে ডাকা হয়েছিল। তিনি ইতিমধ্যেই দুঃখপ্রকাশ করেছেন।'