বছর ঘুরল আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনার। আগামী ৯ অগাস্ট এই নারকীয় ঘটনার এক বছর পূর্ণ হচ্ছে। সেদিনই ‘কালীঘাট চলো’ কর্মসূচির ডাক দিল আরজি কর আন্দোলনের সঙ্গে যুক্ত অভয়া মঞ্চ। একইসঙ্গে ১৪ অগাস্ট রাত দখলেরও ডাক দিয়েছেন আন্দোলনকারীরা।
সোমবার এক সাংবাদিক বৈঠকে মঞ্চের তরফে জানানো হয়েছে, ৯ অগাস্ট মূলত কলকাতা ও সংলগ্ন ৪টি জেলা থেকে মানুষ অংশ নেবেন মিছিলে। ওই দিন হাজরা মোড়ে সবাই জমায়েত করে সেখান থেকে মুখ্যমন্ত্রীর বাসভবনের উদ্দেশে রওনা দেবেন। অভয়া মঞ্চকে একটি ‘রাজনৈতিক সংগঠন’ বলে দাবি করা হয়েছে। অভয়া মঞ্চ ও চিকিৎসকদের যৌথ মঞ্চের তরফে আহ্বান জানানো হয়েছে, যাতে দলমত নির্বিশেষে সব প্রতিবাদী মানুষ হাজরা মোড়ে ওই দিন জড়ো হন। একই সময়ে অন্য জেলায় ওই তারিখে দিনভর প্রতিবাদ কর্মসূচি চলবে বলেও জানানো হয়েছে।
৯ অগাস্ট সকালে ‘রাখি বন্ধন’ উৎসবও পালন করবে অভয়া মঞ্চ। পাশাপাশি ১৪ অগাস্ট ঠিক গত বছরের মতো এবারও ‘রাত দখল’ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। ওই দিন রাত ১২টার পরে স্বাধীনতা দিবসের জাতীয় পতাকা উত্তোলন করে ‘রাত দখলে’ অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে বাংলার মানুষকে। সাংবাদিক বৈঠকে অভয়া মঞ্চের তরফে আরজি করের ঘটনায় বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলা হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী ও কলকাতার তৎকালীন পুলিশ কমিশনারকেও তদন্তের আওতায় আনার দাবি জানানো হয়েছে। মঞ্চের বক্তব্য, গত ১১ মাসে অসংখ্য ‘আরজি কর’ ঘটে গিয়েছে, নির্যাতন ও হত্যায় বিরাম নেই। রাজ্য সরকারকে এ ব্যাপারে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে।
অন্যদিকে আবার, ৯ অগাস্টই ‘নবান্ন চলো’র ডাক দিয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যদিও সে কর্মসূচি নাগরিক সমাজের নামে ‘অরাজনৈতিক’ হবে বলে জানিয়েছেন তিনি। তবে অভয়া মঞ্চ আলাদা কর্মসূচির কথা ঘোষণা করে স্পষ্ট করে দিয়েছে, BJP নেতার ডাকে তারা সামিল হবে না। গত বছরও ‘ছাত্র সমাজ’–এর ব্যানারে আরজি করের ঘটনার প্রেক্ষিতে BJP-র তরফে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছিল। তবে সে কর্মসূচিও অংশ নেয়নি অভয়া মঞ্চ।
একইসঙ্গে ৯ জুলাই শ্রমিক-কর্মচারীদের আহ্বানে সর্বভারতীয় সাধারণ ধর্মঘটের প্রতি সমর্থন জানিয়েছে অভয়া মঞ্চ। সংহতি জানিয়ে ওই দিন বিকেল ৪টে থেকে মিছিল করবে এই মঞ্চ। মিছিল শুরু হবে মৌলালি মোড় থেকে, শেষ হবে রাজাবাজার মোড়ে। সেখানে একটি সংক্ষিপ্ত সভাও অনুষ্ঠিত হবে।