Rabindra Jayanti 2023 Wishes: "চির নূতনেরে দিল ডাক/ পঁচিশে বৈশাখ".... আজ ২৫ শে বৈশাখ (25 Boisakh), রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী (Rabindranath Tagore Birth Anniversary)। বাংলা ও বাঙালির জন্য এক গৌরবময় দিন। এইদিনটিকে বাঙালি নাচ, গান, নাটকে আনন্দে-হরষের মধ্যে দিয়ে উদযাপন করে। এদিন সকাল সকাল শান্তিনিকেতনের বিশ্বভারতীতে, জোড়াসাঁকো ঠাকুরবাড়ি, রবীন্দ্রভারতীতে কবিগুরুকে মাল্যদান করে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্কুল-কলেজ, শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ২৫ বৈশাখ উদযাপন করা হয়। শুধু এই রাজ্যেই নয়, দেশ বিদেশেও হয় কবিগুরুর জন্মদিন পালন।
ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী, ৭ মে তাঁর জন্মদিন। তবে এই দিনটি বাংলা ক্যালেন্ডার অনুযায়ীই উদযাপিত হয়। ১২৬৮ সালের ২৫ শে বৈশাখের পূণ্য লগ্নে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেছিলেন রবীন্দ্রনাথ । এই দিনটি রবীন্দ্র জয়ন্তী হিসেবে পালিত হয়। বৈশাখ মানেই নববর্ষ ও কবিগুরুর জন্মজয়ন্তী পালন। বাঙালিদের জন্য দু'টিই উৎসবের দিন। বাঙালির নতুন বছরও শুরু হয় রবি-স্মরণে। তারপরই হয় রবীন্দ্র জয়ন্তী পালন। চলতি বছর এই রাজ্যে ৯ মে পালন করা হবে রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান।
বিশ্বকবির ১৬২তম জন্ম জয়ন্তীতে আপনার আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব ও পরিজনদের সঙ্গে শেয়ার করে নিন কবিগুরুর এই কবিতা ও বাণীগুলি-
বাঙালির জীবনে, সুখে-দুঃখে, প্রেমে, উৎসবে, এমনকি এখন বিবাহ অনুষ্ঠানও হচ্ছে রবি ঠাকুরের গানে-কবিতায়। কবিগুরু শুধু একজন সাহিত্যিক, লেখক বা কবিই নন। তিনি একাধারে গায়ক, সুরকার, চিত্রশিল্পী- সর্বোপরি একজন দীপ্তিময় নক্ষত্র।