Advertisement

ED Raids Sujit Bose: নিয়োগ দুর্নীতি: সাতসকালে মন্ত্রী সুজিত বোসের অফিসে ED, তল্লাশি চলছে

শুক্রবার সকাল সকাল ED বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট হানা দিল তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী সুজিত বোসের সল্টলেকের অফিসে। সেখানে এখন জোর কদমে তল্লাশি চলছে বলেই খবর। পুরসভায় নিয়োগ কেলেঙ্কারির তদন্তের স্বাস্থ্যেই এই অভিযান। চলছে প্রমাণের খোঁজ বলে খবর ইডি সূত্রে।

ED Raids Sujit BoseED Raids Sujit Bose
Aajtak Bangla
  • কলকাতা,
  • 10 Oct 2025,
  • अपडेटेड 10:24 AM IST
  • এনফোর্সমেন্ট ডিরেক্টরেট হানা দিল তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী সুজিত বোসের সল্টলেকের অফিসে
  • সেখানে এখন জোর কদমে তল্লাশি চলছে বলেই খবর
  • পুরসভায় নিয়োগ কেলেঙ্কারির তদন্তের স্বাস্থ্যেই এই অভিযান

শুক্রবার সকাল সকাল ED বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট হানা দিল তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী সুজিত বোসের সল্টলেকের অফিসে। সেখানে এখন জোর কদমে তল্লাশি চলছে বলেই খবর। পুরসভায় নিয়োগ কেলেঙ্কারির তদন্তের স্বাস্থ্যেই এই অভিযান। আপাতত সেখানে প্রমাণের খোঁজ চলছে বলে খবর ইডি সূত্রে।

ও দিকে আবার দক্ষিণ দমদম পুরসভার উপপৌরপ্রধান নিতাই দত্তের বাড়িতেও চলছে তল্লাশি। তার বিরুদ্ধেও নির্দিষ্ট অভিযোগে রেড চালাচ্ছে কেন্দ্রীয় সংস্থা। প্রসঙ্গত, এর আগেও নিতাইয়ের বাড়িতে রেড চালায় ইডি। তখন ৭ পাতার নথি উদ্ধার হয়। সেখানেই নাকি উঠে আসে মন্ত্রী সুজিত বোসের নাম। আর সেই সূত্রেই আজকের এই তল্লাশি বলে খবর।  

পুর নিয়োগ কেলেঙ্কারি নিয়ে মাথা ঘামাচ্ছে ইডি
শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি নিয়ে বিস্তর অভিযোগ রয়েছে। আর সেই বিষয়টি তদন্ত করার সময়ই পুরসভার নিয়োগ কেলেঙ্কারির খবর পেয়েছিল সিবিআই। 

তার পর ধীরে ধীরে সেই দুর্নীতি নিয়ে তদন্ত শুরু করে ইডি। আর সেই তদন্তের স্বার্থেই মন্ত্রী সুজিত বসুর বাড়িতে অভিযান চলছে বলে খবর। 

চাকরি পেয়েছিলেন একাধিক প্রভাবশালীর পুত্র
পশ্চিমবঙ্গের যে কোনও সরকারি নিয়োগে স্বজনপোষণের অভিযোগ থাকে। আর সেই তালিকা থেকে বাদ গেল না পুর নিয়োগও। যত দূর খবর, পুরসভার নিয়োগের ক্ষেত্রেও বিস্তর দুর্নীতি হয়েছে। সেখানেও রাজনৈতিক প্রভাবশালীদের আত্মীয় এবং পরিচিতরা পেয়েছে চাকরি। এমনকী এক রাজনৈতিক নেতার পুত্রও পুরসভায় বাঁকা পথে চাকরি পয়েছে বলে খবর সিবিআই সূত্রে। আর এই কারণে তাকে ডেকে জিজ্ঞাসাবাদও করা হয়।

আসলে স্কুল সার্ভিস দুর্নীতি মামলার তদন্তের সময় অয়ন শীলের নাম আসে সিবিআই-এর কাছে। তার বাড়িতে তল্লাশি চালানো হয়। সেখান থেকে মেলে উত্তরপত্র এবং ওএমআর শিট। আর তখনই পুরসভার নিয়োগের উত্তরপত্রও মেলে বলে অভিযোগ। তখনই পুর নিয়োগের খোঁজ মেলে। তার পর ধীরে ধীরে এগিয়ে যায় তদন্ত। এই তদন্তে জড়িয়ে পড়ে ইডি। নিজেদের মতো করে এগিয়ে যান গোয়েন্দারা। আর আজ তারা দলবল নিয়ে হাজির হলেন মন্ত্রী সুজিত বোসের বাড়িতে। সেখানে জোর কদম চলছে তল্লাশি। এমনকী নিমাই দত্তের বাড়িতেও চলছে অভিযান। এখন দেখার পরিস্থিতি ঠিক কোন দিকে মোড় নেয়। এখান থেকে আরও কিছু তথ্য হাতে পায় কি না ইডি। তার উপর নির্ভর করেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে খবর। 
 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement