Advertisement

Durga Puja Wearher Forecast: অষ্টমীর দুপুরে তাল কাটল বৃষ্টি, সন্ধ্যায় প্যান্ডেল হপিং পণ্ড করবে আবহাওয়া?

অষ্টমীর বেলা গড়াতে না গড়াতেই কলকাতা সহ আশপাশের কিছু জায়গায় শুরু হল বৃষ্টি। ইতিমধ্যেই মেঘ কালো করে এসেছে। শুরু হয়েছে বর্ষণ। তবে স্বস্তির খবর হল, এখনও খুব ভারী বৃষ্টির খবর নেই। বরং সর্বত্রই হালকা বৃষ্টি হচ্ছে। 

Aajtak Bangla
  • কলকাতা,
  • 30 Sep 2025,
  • अपडेटेड 1:34 PM IST
  • অষ্টমীর বেলা গড়াতে না গড়াতেই কলকাতা সহ আশপাশের কিছু জায়গায় শুরু হল বৃষ্টি
  • একটি ঘূর্ণাবর্তের প্রভাবে মধ্য ও উত্তর বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ তৈরি হতে চলেছে
  • তার জেরে নবমী থেকে শুরু হতে ভারী বৃষ্টিপাত

যা আশঙ্কা করা হয়েছিল তাই! অষ্টমীর বেলা গড়াতে না গড়াতেই কলকাতা সহ আশপাশের কিছু জায়গায় শুরু হল বৃষ্টি। ইতিমধ্যেই মেঘ কালো করে এসেছে। শুরু হয়েছে বর্ষণ। তবে স্বস্তির খবর হল, এখনও খুব ভারী বৃষ্টির খবর নেই। বরং সর্বত্রই হালকা বৃষ্টি হচ্ছে। 

প্রসঙ্গত, সপ্তমীতে মোটের উপর ভালোই ছিল আবহাওয়া। রোদের দেখা মিলেছিল। তাই কলকাতার প্যান্ডেলগুলিতে নেমেছিল মানুষের ঢল।

যদিও আজ সকাল থেকেই খুব ভ্যাপসা গরম ছিল কলকাতা ও পাশ্ববর্তী জেলাগুলিতে। বাতাসে আর্দ্রতার পরিমাণ সর্বনিম্ন ছিল ৬৩ শতাংশ। সর্বোচ্চ ছিল ৯৩ শতাংশ। আর এতটা আর্দ্রতার জন্য ঘাম হচ্ছিল বেশি। বেলা গড়াতে আরও অস্বস্তি বাড়ে। তারপর শুরু হল হালকা বৃষ্টি। যদিও সেই বৃষ্টিতে তেমন একটা স্বস্তি মিলবে না বলেই খবর। 

এ দিকে আলিপুর আবহাওয়া দফতর আগেই অষ্টমীতে বৃষ্টির পূর্বাভাস দিয়ে রেখেছিল। তাদের পক্ষে জানান হয়েছে, মঙ্গলবার সারাদিনই তীব্র রোদ ও আর্দ্রতা সইতে হবে সাধারণ মানুষকে। পাশাপাশি মাঝে মধ্যে নামতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। আর সেই পূর্বাভাসই মোটের উপর মিলে গেল। 

নবমী থেকে আরও বাড়বে দুর্যোগ? 
আবহাওয়া দফতর সূত্রে খবর, আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্তের প্রভাবে মধ্য ও উত্তর বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ তৈরি হতে চলেছে। তার জেরে নবমী থেকে শুরু হতে ভারী বৃষ্টিপাত। সেই বর্ষণ চলতে পারে দশমী থেকে একাদশী পর্যন্ত। ভাসতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা। 

বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও হুগলিতে বিরাট বৃষ্টি হবে বলে মনে করছে আবহাওয়া দফতর। সেই কারণে ইতিমধ্যেই সতর্কতা নিয়েছে সেই জেলাগুলির প্রশাসন। বৃষ্টি হলেও যাতে জল অনেকটা সময় না জমতে পারে, সেটা নিশ্চিত করার চেষ্টা চলছে। সেই মতো প্রস্তুতি সেরে রাখা হচ্ছে বলেই খবর।

ও দিকে মৎস্যজীবীদের ১ থেকে ৩ অক্টোবর পর্যন্ত বাংলা ও ওড়িশার মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার দেওয়া হয়েছে নির্দেশ।

Advertisement

পুজোর বাকি ক'দিন কি তবে মাটি? 
আবহাওয়াবিদদের তরফে এই কটা দিন ভারী বৃষ্টিপাতের আশঙ্কা করা হয়েছে। আর সেই ভবিষ্যদ্বাণী মিলে গেলে যে পুজো মাটি হবে, এই কথাটা আরা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। 

তবে আবহাওয়া পরিবর্তনশীল। শেষ পর্যন্ত অনেক কিছুই ঘটতে পারে। তাই আপাতত ভালোর আশা রাখা ছাড়া কোনও উপায় নেই।

 

Read more!
Advertisement
Advertisement