পূর্বাভাস মতোই নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হয়েছে ঝিরঝিরে বৃষ্টি। আকাশের মুখ ভার। মাঝে মাঝে দমকা হাওয়া দিচ্ছে। আলিপুর আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল যে একটি নিম্নচাপ অবস্থান করছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায়। পশ্চিম উত্তর-পশ্চিম দিকে এগিয়ে আরও শক্তিশালী হবে সেই নিম্নচাপটি। যদিও এই নিম্নচাপের অভিমুখ তামিলনাডু উপকূলের দিকে। পরোক্ষ প্রভাবে বাংলায় ঢুকবে হু হু করে জলীয় বাষ্প। যার কারণে ভরা পৌষে বৃষ্টি হবে বাংলায়।
শনিবার ও রবিবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই জেলাগুলির কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকবে। তবে পশ্চিম বর্ধমান,বীরভূম, মুর্শিদাবাদে ঘন কুয়াশার দাপট দেখা যেতে পারে। রবিবার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পঙে বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও তুষাপাতো হতে পারে। সেই সঙ্গে ঘন কুয়াশার পূর্বাভাস রয়েছে বেশিরভাগ জেলায়।
তবে বৃষ্টির কারণে তাপমাত্রায় কোনও ফারাক পড়বে না। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী ৫ দিনের মধ্যে রাতের তাপমাত্রার কোনও বড় পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। এমিনিতেই সর্বনিম্ন খানিকটা বেড়েছে। ফলে শীত অনেকটাই কম অনুভূত হবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী ৫ দিন তাপমাত্রার খুব একটা হেরফের হবে না বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। শনিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৪ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৮ ডিগ্রি।