Advertisement

Weather Latest Update : একাদশী পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস, কোন জেলায় কেমন? লেটেস্ট আপডেট

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, একাদশী পর্যন্ত বৃষ্টি হলেও তা সামান্য। উৎসবকে মাটি করতে পারবে না এই বৃষ্টি। বরং গরম বাড়বে। সকালের দিকে মেঘলা আকাশ থাকবে। হাল্কা বৃষ্টির পর আবহাওয়ার উন্নতি হতে পারে।

weather weather
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 09 Oct 2024,
  • अपडेटेड 11:40 AM IST
  • একাদশী পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস
  • কোনও কোনও জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি

আবহাওয়া নিয়ে বড় খবর। ষষ্ঠীর দিনও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। কোনও কোনও জেলায় বৃষ্টি হবে। তবে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। বৃষ্টি হলেও তা হাল্কা থেকে মাঝারি। জেলায় সর্বত্র বৃষ্টি হবে না। কোনও কোনও জায়গাতে বর্ষণ নামতে পারে। একটানা বৃষ্টির সম্ভাবনা নেই। ক্ষণিকের বৃষ্টি হবে দফায় দফায়। 

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, একাদশী পর্যন্ত বৃষ্টি হলেও তা সামান্য। উৎসবকে মাটি করতে পারবে না এই বৃষ্টি। বরং গরম বাড়বে। সকালের দিকে মেঘলা আকাশ থাকবে। হাল্কা বৃষ্টির পর আবহাওয়ার উন্নতি হতে পারে। ১১ ও ১২ তারিখের পরও বৃষ্টির সম্ভাবনা থাকছে। রাতের দিকে তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম থাকবে। তবে দিনের তাপমাত্রা কোনও কোনও সময় বাড়তে পারে। প্রাথমিকভাবে অনুমান, সর্বনিম্ন তাপমাত্রা ৩২ ডিগ্রি ও সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস ছাড়াতে পারে। 

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, স্থানীয় মেঘের কারণে এত বিক্ষিপ্ত বৃষ্টির ঘনঘটা। বর্ষা এখন বিদায়ের পথে। সেজন্য ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। ফলে বড়সড় প্রাকৃতিক দুর্যোগের ইঙ্গিত নেই। 

আরও পড়ুন

আবহাওয়া দফতর জানিয়েছে, স্থানীয় মেঘের কারণে একাদশী পর্যন্ত বৃষ্টি হবে জেলায় জেলায়। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ থাকবে। বিকেলের পর থেকে বিক্ষিপ্তভাবে বজবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। তাও কোনও কোনও জেলায়। 

কলকাতার গরম সামান্য বাড়বে। পঞ্চমীতে যেরকম বৃষ্টি হয়েছে, তেমন সম্ভাবনা আর নেই বললেই চলে। বিকেলের দিকে কোনও কোনও জায়গাতে বৃষ্টি হতে পারে। তবে সামান্য। 

উত্তরবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পার্বত্য ও ডুয়ার্স এলাকায় বৃষ্টি হতে পারে দশমীর দিন। তারপর থেকে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ।  

Read more!
Advertisement
Advertisement