Advertisement

Rajiv Sinha: রাজ্যের নতুন নির্বাচন কমিশনার রাজীব সিনহা

রাজ্যের নতুন নির্বাচন কমিশনার হচ্ছেন রাজীব সিনহা। তাঁর নামেই রাজ্যপাল সিভি আনন্দ বোস অনুমোদন দিয়েছেন। রাজভবন থেকে ফাইল পাঠানো হচ্ছে নবান্নে।

রাজ্যের নতুন নির্বাচন কমিশনার রাজীব সিনহা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 07 Jun 2023,
  • अपडेटेड 11:50 AM IST
  • গত মাসের ২৮ তারিখ রাজ্য নির্বাচন কমিশনার পদে মেয়াদ শেষ হয়েছিল সৌরভ দাসের
  • আজ বুধ অথবা বৃহস্পতিবারই দায়িত্ব গ্রহণ করবেন রাজীব সিনহা

রাজ্যের নতুন নির্বাচন কমিশনার হচ্ছেন রাজীব সিনহা। তাঁর নামেই রাজ্যপাল সিভি আনন্দ বোস অনুমোদন দিয়েছেন। রাজভবন থেকে ফাইল পাঠানো হচ্ছে নবান্নে। গত মাসের ২৮ তারিখ রাজ্য নির্বাচন কমিশনার পদে মেয়াদ শেষ হয়েছিল সৌরভ দাসের। তার আগেই ১৮ মে রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব রাজীব সিনহার নাম প্রস্তাব করে রাজ্যপালের কাছে পাঠিয়েছিল নবান্ন।

যদিও সেই প্রস্তাব ফেরৎ পাঠান রাজ্যপাল। জানা গিয়েছে, শুধুমাত্র রাজীব সিনহার নামই পাঠানোর কারণে ফাইল নবান্নে ফিরিয়ে দেন রাজ্যপাল। আরও নাম পাঠানোর কথা বলেছিল রাজভবন। পরে নবান্নর তরফে রাজীব সিনহা ছাড়াও আরও একজনের নাম পাঠায়। দ্বিতীয় নাম হিসাবে রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিব পদমর্যাদার অফিসার অজিতরঞ্জন বর্ধনের নাম প্রস্তাব করা হয়েছিল নবান্নের তরফে।

যদিও রাজভবনের তরফে তৃতীয় নাম চেয়ে পাঠানো হয়। তবে, সেই নাম পাঠায়নি নবান্ন। অবশেষে রাজীবের নামেই ছাড়পত্র দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোাস। রাজ্যে পঞ্চায়েত নির্বাচন আসন্ন। অর্থাৎ সেই সময় রাজ্য নির্বাচন কমিশনের দায়িত্বে থাকবেন রাজীব সিনহা। আজ বুধ অথবা বৃহস্পতিবারই দায়িত্ব গ্রহণ করবেন তিনি।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement