Advertisement

Recruitment Scam: 'বাম আমলে দুর্নীতির বীজ রোপণ, তদন্ত হোক', সুজন-জায়ার প্রসঙ্গ তুলে দাবি ব্রাত্যের

সাংবাদিক বৈঠক করে বামেদের লাগাতার তোপ দাগলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এবার নিয়োগ দুর্নীতি নিয়ে সরাসরি বামেদের দিকে আঙুল তুললেন তিনি। সাংবাদিক বৈঠক করে বাম নেতা সুজন চক্রবর্তীর স্ত্রীর চাকরি নিয়ে প্রশ্ন তুললেন। জানালেন, সুজনের স্ত্রী কোন কলেজে চাকরি করেন, কাল পর্যন্ত কেউ জানত না। বললেন, '৩৪ বছর ধরে দুর্নীতির বীজ বপন করে গেছে সিপিএম।'

ফাইল ছবি।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 24 Mar 2023,
  • अपडेटेड 4:11 PM IST
  • সাংবাদিক বৈঠক করে বামেদের লাগাতার তোপ দাগলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
  • এবার নিয়োগ দুর্নীতি নিয়ে সরাসরি বামেদের দিকে আঙুল তুললেন তিনি।

সাংবাদিক বৈঠক করে বামেদের লাগাতার তোপ দাগলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এবার নিয়োগ দুর্নীতি নিয়ে সরাসরি বামেদের দিকে আঙুল তুললেন তিনি। সাংবাদিক বৈঠক করে বাম নেতা সুজন চক্রবর্তীর স্ত্রীর চাকরি নিয়ে প্রশ্ন তুললেন। জানালেন, সুজনের স্ত্রী কোন কলেজে চাকরি করেন, কাল পর্যন্ত কেউ জানত না। বললেন, '৩৪ বছর ধরে দুর্নীতির বীজ বপন করে গেছে সিপিএম।'

ব্রাত্য শুক্রবার সাংবাদিক বৈঠক করে বলেন, ‘‘সরকারি ভাবে এই সাংবাদিক বৈঠক করেছি। সিপিএম রাজনৈতিক দল নয়। একটা স্বভাব। অ্যাটিটিউড, যার প্রধান লক্ষণ কাজ না করে বড় বড় কথা বলা। অন্যের কাজে খুঁত ধরা। এই কুৎসা করার ট্র্যাডিশনে প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্ল সেন, প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীও রয়েছেন এবং বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও একই কাজ করে যাচ্ছে।’’ 

আরও পড়ুন-শান্তনুর স্ত্রী প্রিয়াঙ্কার নির্মাণ সংস্থায় ৪০ লাখ বিনিয়োগ 'কালীঘাটের কাকু'র, কেন? 

এর পরেই বলেন, ‘‘সুজন চক্রবর্তীর স্ত্রী কোন কলেজে চাকরি করেন, কাল অবধি জানতামই না। আমরা ওদের মতো কে কখন ট্রেনে, বাসে যাতায়াত করছে, বিমানবন্দর দিয়ে যাতায়াত করছে, খোঁজ করি না। ১৯৭৯ সালে তৈরি হয়েছিল কলেজ সার্ভিস কমিশন। তখনও গ্রুপ সি এবং ডিকে ওরা কলেজ সার্ভিস কমিশনের আওতায় আনেনি। নথি থেকে তাই পরিষ্কার নয় যে, ওঁর (সুজনের স্ত্রী) ক্ষেত্রে পরীক্ষা বা ইন্টারভিউ হয়েছিল কিনা।’’

এখানেই না থেকে ব্রাত্যর আরও অভিযোগ, '২৪ পরগণার শান্তিময় দত্তর কন্য কীভাবে চাকরি পেয়েছিল, তা নিয়ে তুমুল তর্ক হয়। ১৯৮৭ সালে। আমরা খবরের কাগজের কাটিং জোগাড় করেছি। তিনি এখন অবসরপ্রাপ্ত পৌঢ়া। অজস্র সিপিএম বাড়ির লোকজনকে বলছি। নারীবিদ্বেষী। ক্ষমতা পাওয়ার জন্য মরিয়া। বিকৃত মস্তিস্কের উন্মাদ। কাচের ঘরে থেকে ঢিল ছুঁড়বেন না।'

Advertisement
 


 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement