Advertisement

Recruitment Scam: নিয়োগ দুর্নীতি মামলা: পুজোর মুখেই জেলমুক্তি, জামিন সেই তাপসেরও

নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ৬০০ দিন জেলে কাটানোর পর অবশেষে জামিন পেলেন তাপস মণ্ডল। ২০২২ সালে প্রাথমিক শিক্ষা পর্ষদের নিয়োগ দুর্নীতি মামলায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন তিনি। কিছুদিন আগেই প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান মানিক ভট্টাচার্য জামিন পেয়েছেন, এবার সেই মামলায় তাপস মণ্ডলও মুক্তি পেলেন।

তাপস মণ্ডল জামিন পেলেন।-ফাইল ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 08 Oct 2024,
  • अपडेटेड 4:18 PM IST
  • নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ৬০০ দিন জেলে কাটানোর পর অবশেষে জামিন পেলেন তাপস মণ্ডল।
  • ২০২২ সালে প্রাথমিক শিক্ষা পর্ষদের নিয়োগ দুর্নীতি মামলায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন তিনি।

নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ৬০০ দিন জেলে কাটানোর পর অবশেষে জামিন পেলেন তাপস মণ্ডল। ২০২২ সালে প্রাথমিক শিক্ষা পর্ষদের নিয়োগ দুর্নীতি মামলায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন তিনি। কিছুদিন আগেই প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান মানিক ভট্টাচার্য জামিন পেয়েছেন, এবার সেই মামলায় তাপস মণ্ডলও মুক্তি পেলেন।

প্রাথমিক নিয়োগে দুর্নীতির অভিযোগে তাপসকে সিবিআই জিজ্ঞাসাবাদ করে, যেখানে তিনি মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন। তাপসের বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি অফলাইন ভর্তি প্রক্রিয়ায় বেআইনি অর্থ আদান-প্রদান করেছেন। তাঁর বিরুদ্ধে নানা তথ্য প্রমাণ নিয়ে সিবিআই তাকে বারবার জিজ্ঞাসাবাদ করলেও, তাঁর বেশ কিছু প্রশ্নের উত্তর নিয়ে সন্দেহ ছিল তদন্তকারীদের।

আর এক অভিযুক্ত কুন্তল ঘোষ গ্রেফতার হওয়ার পর তিনি দাবি করেছিলেন, তাঁকে গ্রেফতার করা হলে তাপস মণ্ডল না নীলাদ্রিকে ছেড়ে দেওয়া হচ্ছে কেন। তাপসকে জিজ্ঞাসাবাদ করা হলেও অনেক উত্তর চেপে যাওয়া হচ্ছিল বলে সন্দেহ বাড়ে তদন্তকরী অফিসারদের। এরপরই গ্রেফতার হন তাপস। মানিকের ডানহাত বলে পরিচিত ছিলেন তাপস মণ্ডল। অফলাইনে ভর্তির যে তালিকা তিনি জমা দিয়েছেন, সেই তালিকার সঙ্গে বাজেয়াপ্ত হওয়া টাকার হিসেব সহ একাধিক নথি নিয়ে বারবার সিবিআই দফতরে যেতে হয়েছিল তাঁকে।

একই মামলায় গ্রেফতার হওয়া প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং ব্যবসায়ী অয়ন শীলের জামিনের আবেদন আদালত খারিজ করে দিয়েছে। অন্যদিকে, মানিক ভট্টাচার্য ছাড়াও বিধায়ক জীবনকৃষ্ণ সাহা, মানিকের স্ত্রী ও পুত্র ইতিমধ্যে জামিন পেয়েছেন।

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement