Advertisement

Red Road: রেড রোডে স্বাধীনতা দিবসের মহড়ার জের, অফিস টাইমে যানজটে নাকাল কলকাতা

সপ্তাহের প্রথম কাজের দিনে সকাল থেকেই শহরের প্রাণকেন্দ্র রেড রোডে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজের মহড়া চলায় কার্যত অচল হয়ে পড়ে আশপাশের এলাকা। সকাল ৮টা থেকে রেড রোড বন্ধ করে দেওয়ায় ধর্মতলা, এজিসি বোস রোড, হেস্টিংস ও পার্ক সার্কাস হয়ে দ্বিতীয় হুগলি সেতু ব্যবহারকারীরা তীব্র যানজটে পড়েন।

রেডরোডে কুচকাআওয়াজ।-ফাইল ছবিরেডরোডে কুচকাআওয়াজ।-ফাইল ছবি
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 11 Aug 2025,
  • अपडेटेड 1:53 PM IST
  • সপ্তাহের প্রথম কাজের দিনে সকাল থেকেই শহরের প্রাণকেন্দ্র রেড রোডে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজের মহড়া চলায় কার্যত অচল হয়ে পড়ে আশপাশের এলাকা।
  • সকাল ৮টা থেকে রেড রোড বন্ধ করে দেওয়ায় ধর্মতলা, এজিসি বোস রোড, হেস্টিংস ও পার্ক সার্কাস হয়ে দ্বিতীয় হুগলি সেতু ব্যবহারকারীরা তীব্র যানজটে পড়েন।

সপ্তাহের প্রথম কাজের দিনে সকাল থেকেই শহরের প্রাণকেন্দ্র রেড রোডে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজের মহড়া চলায় কার্যত অচল হয়ে পড়ে আশপাশের এলাকা। সকাল ৮টা থেকে রেড রোড বন্ধ করে দেওয়ায় ধর্মতলা, এজিসি বোস রোড, হেস্টিংস ও পার্ক সার্কাস হয়ে দ্বিতীয় হুগলি সেতু ব্যবহারকারীরা তীব্র যানজটে পড়েন।

পুলিশ সূত্রে জানা যায়, মহড়া শুরুর কথা ছিল সকাল ১০টা থেকে, তবে রাস্তা আটকে দেওয়া হয় দুই ঘণ্টা আগে। ফলে, অফিসযাত্রীদের অনেককেই ঘুরপথে যেতে হয়, কেউ কেউ যানজটে আটকে থেকে হেঁটেই গন্তব্যে পৌঁছান। দ্বিতীয় হুগলি সেতু থেকেও নামা বন্ধ থাকায় সেতুর উপর দীর্ঘ গাড়ির লাইন তৈরি হয়, গাড়ি ঘুরিয়ে দেওয়া হয় অন্যদিকে।

শহরবাসীর একাংশের প্রশ্ন, রবিবার সকাল বা ভোরবেলায় যখন যানবাহন কম থাকে, তখন কি মহড়া করা যেত না? তাঁদের অভিযোগ, কাজের দিনে, তাও অফিস টাইমে এমন আয়োজন করে প্রশাসন নিত্যযাত্রীদের দুর্ভোগ বাড়াচ্ছে। কেউ কেউ প্রজাতন্ত্র দিবসের আগে যেমন ভোরে মহড়া হয়, তেমন ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন।

কলকাতা পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে নাগরিকদের দাবি, স্বাধীনতা দিবসের আবেগ অক্ষুণ্ণ রাখার পাশাপাশি ভবিষ্যতে যেন পরিকল্পনা এমনভাবে করা হয় যাতে উৎসবের আনন্দের সঙ্গে যানজট ও ভোগান্তি না জুড়ে যায়।

 

Read more!
Advertisement
Advertisement