বর্ধমান-হাওড়া কর্ড সেকশনে চেরাগ্রামে রেললাইন রক্ষণাবেক্ষণের কাজের জন্য হাওড়া ডিভিশনে বেশ কিছু ট্রেনের নির্ধারিত সূচি ব্যহত হবে। লাইনে মেরামতির জন্য ২ ও ৩ অগাস্ট ট্রাফিক ও পাওয়ার ব্লক করা হবে বলে জানানো হয়েছে। সে কারণে বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে। অনেকগুলি ট্রেনের সময় সূচিতে পরিবর্তন করা হয়েছে। ফলে যাত্রীদের আগে থেকে সতর্ক করা হয়েছে।
কোন কোন ট্রেনগুলিকে নিয়ন্ত্রন করা হবে?
১. বাতিল
৩ অগাস্ট হাওড়া ও বর্ধমান থেকে EMU লোকাল বাতিল বলে ঘোষণা করা হয়েছে।
৩ অগাস্ট ১২৩৭০ দেরাদুন – হাওড়া কুম্ভ এক্সপ্রেস এবং ১২৩৭৮ নিউ আলিপুরদুয়ার - শিয়ালদা পদাতিক এক্সপ্রেসকে বর্ধমান - ব্যান্ডেল হয়ে ঘুরিয়ে দেওয়া হবে।
মেইল/এক্সপ্রেস ট্রেন নিয়ন্ত্রণ:
১৩১৪৮ বামনহাট - শিয়ালদা উত্তরবঙ্গ এক্সপ্রেস ৩ অগাস্ট ৫০ মিনিট, ১২৩০৮ যোধপুর - হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস ১৫ মিনিটের জন্য, ১২৩৪৪ হলদিবাড়ি - শিয়ালদহ দার্জিলিং মেল ১০ মিনিটের জন্য নিয়ন্ত্রণ করা হবে৷ ব্লক খুলে দেওয়ার পর প্রথম ট্রেন ১১৪৮ বামনহাট – শিয়ালদহ উত্তরবঙ্গ এক্সপ্রেস ডাউন লাইনে ছাড়া হবে।