রাজ্যের মুখ্যসচিবকে চিঠি দিলেন জুনিয়র চিকিৎসকরা। মুখ্যসচিবের সঙ্গে বৈঠকে যে প্রতিশ্রুতিগুলি দেওয়া হয়েছিল, সেগুলি পালন করা হচ্ছে না। এমন অভিযোগ জানিয়েই মনোজ পন্থকে ইমেল করেছেন জুনিয়র চিকিৎসকরা। মেলে তাঁরা মোট সাত দফা দাবির কথা জানিয়েছেন।
জুনিয়র ডাক্তারদের একটি সূত্র মারফত জানা গিয়েছে, এখনও পূরণ না হওয়া ওই দাবিগুলির কথা প্রশাসনকে স্মরণ করিয়ে দিতেই তাঁরা মুখ্যসচিবকে মেল করার সিদ্ধান্ত নেন। নবান্নের জবাবি মেলের অপেক্ষা করছেন তাঁরা। গত ১৯ সেপ্টেম্বর মুখ্যসচিবের সঙ্গে বৈঠক করেন জুনিয়র চিকিৎসকরা , সেই বৈঠকে অপূর্ণ সাত দফার কথা ছিল ৷ সেই সাত দফা দাবি পূরণে এখনও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে ইমেলে জানিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা । চিঠিতে মূলত থ্রেট কালচার এবং নিরাপত্তার বিষয়টিকে রাখা হয়েছে ৷ ইমেলে লেখা হয়েছে, একটি কেন্দ্রীয় তদন্ত কমিটি গঠন করতে হবে । যারা থ্রেট কালচারের বিষয়টি খতিয়ে দেখবে । এর সঙ্গে প্রতি মেডিক্যাল কলেজে তদন্ত কমিটি গঠন করতে হবে । অবিলম্বে কলেজ কাউন্সিল বৈঠকেরও দাবি জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা । যাতে বৈঠকের সিদ্ধান্ত মেনে গণতান্ত্রিক পদ্ধতিতে ছাত্র সংসদ নির্বাচন করানো হয়।
মুখ্যসচিবকে দেওয়া চিঠিতে দ্রুত পদক্ষেপের আর্জি জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। মুখ্যসচিবের সঙ্গে বৈঠকে যে প্রতিশ্রুতিগুলি দেওয়া হয়েছিল, সেগুলি এখনও পূরণ না হওয়ায় তা প্রশাসনকে মনে করিয়ে দিতে চাইছেন জুনিয়র ডাক্তাররা। তাই এই ইমেল।
কী কী দাবি জানিয়ে ই-মেইল করা হয়েছে?
আরজি কর-কাণ্ডের বিচার এবং হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তা ও সুষ্ঠু কাজের পরিবেশ দাবি করে আন্দোলনে বসা জুনিয়র ডাক্তারের যে সাতটি দাবির কথা জানিয়েছেন সেগুলি হল—
থ্রেট কালচারের তদন্ত
সরকারি হাসপাতালগুলিতে যে হুমকির পরিবেশ বিদ্যমান, তার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কেন্দ্রীয় স্তরে একটি অনুসন্ধান কমিটি গঠনের দাবি।
অভ্যন্তরীণ অনুসন্ধান কমিটি গঠন
প্রতিটি মেডিক্যাল কলেজে স্নাতক ডাক্তার এবং আবাসিক ডাক্তারদের নিয়ে অভ্যন্তরীণ অনুসন্ধান কমিটি গঠনের আবেদন।
ছাত্র প্রতিনিধি নির্বাচন
মেডিক্যাল কলেজগুলোতে গণতান্ত্রিক পদ্ধতিতে ছাত্র প্রতিনিধি নির্বাচন করার জন্য দ্রত কলেজ কাউন্সিলের বৈঠক ডাকার নির্দেশ দেওয়া।
হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের সদস্যদের বিরুদ্ধে তদন্ত
ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল ও হেল্থ রিক্রুটমেন্ট বোর্ডের সদস্যদের বিরুদ্ধে থ্রেট কালচারকে প্রশ্রয় দেওয়ার অভিযোগে রাজ্য অনুসন্ধান কমিটি গঠনের দাবি।
টাস্ক ফোর্স গঠন
সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক প্রতিটি মেডিক্যাল কলেজে জুনিয়র এবং সিনিয়র ডাক্তার, নার্সিং কর্মী ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের নিয়ে নজরদারি টাস্ক ফোর্স গঠন।
কমিটিগুলি সক্রিয় করা
কলেজ কাউন্সিল, রোগী কল্যাণ সমিতি, র্যাগিং প্রতিরোধ কমিটি ইত্যাদি পরবর্তী সাত কর্মদিবসের মধ্যে সক্রিয় করার আবেদন, এবং এগুলিতে চিকিৎসক, নার্সিং ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা।
স্বচ্ছ বদলি নীতি
‘ওয়েস্ট বেঙ্গল সার্ভিস রুল’ অনুযায়ী চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য স্বচ্ছ এবং যথাযথ বদলি নীতি কার্যকর করা।