জনিয়র ডাক্তারদের সরকার বৈঠক নিয়ে আরও জটিলতা বাড়ল। বুধবার সন্ধে ৬টায় বৈঠকে বসার আহ্বান জানিয়ে জুনিয়র ডাক্তারদের চিঠি পাঠান রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। চিঠিতে বলা হয়েছিল, বৈঠকে ১২-১৫ জন জুনিয়র ডাক্তার আসতে পারে। যদিও এবার পাল্টা শর্ত চাপালেন জুনিয়র ডাক্তাররা। তাঁদের দাবি অন্তত ৩০ জনের প্রতিনিধিদলকে বৈঠকে থাকতে দিতে হবে। এছাড়াও আরও তিনটে শর্ত দেওয়া হয়েছে। জুনিয়র ডাক্তাররা পাল্টা ই-মেলে জানিয়েছেন যে বৈঠকের সরাসরি সম্প্রচার করতে হবে। ৫ দফা দাবি নিয়েই আলোচনা করতে হবে। বৈঠক করতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে।
মঙ্গলবার দুপুর প্রায় সাড়ে ৩টে থেকে স্বাস্থ্য ভবনের সামনে অবস্থানে বসে রয়েছেন জুনিয়র ডাক্তারেরা। মঙ্গলবার নবান্ন থেকে আলোচনায় আহ্বান জানিয়ে ই-মেল পাঠানো হয়েছিল তাঁদের। কিন্তু, সেই ই-মেলের ভাষা ‘অপমানকর’ দাবি করেছিলেন জুনিয়র ডাক্তারেরা। তাঁরা যাননি আলোচনায়। বুধবার তাঁরা জানিয়ে দেন যে ভোর রাতে তাঁরা পাল্টা ই-মেল করেছেন নিজেদের দাবিদাওয়া নিয়ে। এরপরেই নবান্ন থেকে সন্ধ্যা ৬টার সময় আলোচনার জন্য ডাকা হয়। সুপ্রিম কোর্ট মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে কাজে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছিল, সে কথাও স্মরণ করিয়ে দেন মুখ্যসচিব। ই-মেলে বলা হয়েছে ১২-১৫ জন যেতে পারেন নবান্নে। মঙ্গলবারের ই-মেলে ১০ জনের প্রতিনিধিদলকে ডেকেছিল নবান্ন।
নবান্ন থেকে ই-মেল পাওয়ার পর স্বাস্থ্য ভবনের বাইরে বৈঠকে বসেছেন আন্দোলনরত চিকিৎসক পড়ুয়ারা। এখন আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের দাবি, অন্তত ৩০ জনের প্রতিনিধিদলকে আলোচনায় ডাকতে হবে। স্বচ্ছতা বজায় রাখতে বৈঠক লাইভ টেলিকাস্ট করতে হবে। ৫ দফা দাবি নিয়েই আলোচনা করতে হবে। বৈঠক করতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে। এছাড়াও জুনিয়র ডাক্তারদের তরফে এটাও জানিয়ে দেওয়া হয়েছে যে বৈঠকে তাঁরা কোনও সিদ্ধান্তে উপনীত হবেন না। অবস্থান বিক্ষোভ মঞ্চে ফিরে আলোচনা করেই পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।