Advertisement

'কেউ বলছে, ১৫০ গ্রাম বীর্য...' কী বললেন CP? আরজি করে হামলা নিয়ে যা জানালেন...

মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুন ও আরজি কর মেডিক্যাল কলেজে হামলার ঘটনায় নানা গুজব ছড়াচ্ছে বলে আবারও দাবি করলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। শুক্রবার এনিয়ে সাংবাদিক বৈঠক করেন কমিশনার। শুরুতেই তিনি ২টি ভিডিও দেখান। আন্দোলনের মধ্যে কখন কী ভাবে হামলা হল, সেই সব ধরা পড়েছে ১.২৮ মিনিট এবং ১.০৮ মিনিটের ২টি ভিডিওতে।

'কেউ বলছে, ১৫০ গ্রাম বীর্য...' কী বললেন CP? আরজি করে হামলা নিয়ে যা জানালেন...
Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 Aug 2024,
  • अपडेटेड 4:19 PM IST
  • নির্যাতিতে ধর্ষণ ও খুনের ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচুর গুজব ছড়াচ্ছে বলে জানান কমিশনার
  • গুজব না ছড়ানোর অনুরোধ করেছেন সিপি

মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুন ও আরজি কর মেডিক্যাল কলেজে হামলার ঘটনায় নানা গুজব ছড়াচ্ছে বলে আবারও দাবি করলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। শুক্রবার এনিয়ে সাংবাদিক বৈঠক করেন কমিশনার।  শুরুতেই তিনি ২টি ভিডিও দেখান। আন্দোলনের মধ্যে কখন কী ভাবে হামলা হল, সেই সব ধরা পড়েছে ১.২৮ মিনিট এবং ১.০৮ মিনিটের ২টি ভিডিওতে। পরে সিপি বলেন, আরজি করে হামলার ঘটনায় জড়িতদের প্রত্যেককে গ্রেফতার করা হয়। কয়েকজন হামলাকারীকে শনাক্ত করে গ্রেফতার করা হয়েছে। বাকিদেরও গ্রেফতার করা হয়েছে। হামলাকারীদের শনাক্ত করতে সাধারণ মানুষ ও সংবাদমাধ্যমের সাহায্য চান কমিশনার। সেদিনের ঘটনার বিষয়ে সিপি বলেন, 'রাত দখলের রাতে পুরো শহরে প্রচুর ফোর্স ছিল। একাধিক জায়গায় জমায়েত হয়েছিল। সব জায়গায় প্রয়োজনীয় পদক্ষেপ করেছে পুলিশ। যারা ভাঙচুর করেছে তাদের প্রত্যেককে গ্রেফতার করা হবে। কিছু হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে।'

নির্যাতিতে ধর্ষণ ও খুনের ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচুর গুজব ছড়াচ্ছে বলে জানান কমিশনার। গুজব না ছড়ানোর অনুরোধ করেছেন সিপি। তিনি বলেন, 'প্রচুর গুজব ছড়াচ্ছে, যার কোনও ভিত্তি নেই। এটা সমস্যা তৈরি করছে। বলা হচ্ছে কলকাতা পুলিশ প্রমাণ নষ্ট করেছে। প্রমাণ নষ্ট হয়েছে কি না সেটা তদন্ত করবে সিবিআই। আমরা যে কোনও কিছুর জন্য তৈরি। আমাদের সিবিআই-র ওপরে আস্থা রাখতে হবে। কলকতাতা পুলিশ তাদের সাহায্য করছে। কোথাও আমাদের তরফে কোনও খামতি থাকলে সেটা এজেন্সি দেখবে। মানুষ কেন এত অধৈর্য্য হয়ে পড়ছে। অনেকে বলছে কলকাতা পুলিশ নাকি নির্যাতিতার পরিবারকে আত্মহত্যার কথা বলেছে, কেউ কেউ বলছে নির্যাতিতার শরীর থেকে ১৫০ গ্রাম বীর্য পাওয়া গিয়েছে। এসব একেবারেই গুজব। কারা-কোথা থেকে এসব বলছে?'

খুনের মামলা রুজু করতে দেরি হওয়া নিয়েও ব্যাখ্যা দিয়েছেন বিনীত গোয়েল। তিনি বলেন, 'স্বাভাবিক মৃত্যু না হলে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে পুলিশ। এটা সব জায়গাতেই একই হয়। সন্দেহদজন কিছু পেলেই অন্য ধারা যোগ করা হয়। অস্বাভাবিক মৃত্যুর মামলা মানেই আত্মহত্যার মামলা নয়। এনা না বুঝেই গুজব ছড়াচ্ছে। আমাদের লুকোনোর কিছু নেই। কেউ ডিউটিতে থাকলেই তাকে আমি গ্রেফতার করতে পারি না প্রমাণ ছাড়া। আমরা কাউকে রক্ষা করছি না। আমরা প্রমাণের ভিত্তিতে চলেছি।  স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠার কোনও কারণ নেই।  এখন কেসটা এখন সিবিআই-র কাছে। কেন বলা হচ্ছে কলকাতা পুলিশ ধামাচাপা দিতে চাইছে। প্রমাণ নষ্ট করেছি কি না তা খতিয়ে দেখুক সিবিআই। যারা জড়িত ছিল সবাইকে গ্রেফতার করা হবে। প্রমাণ দিতে পারলেই আমরা পদক্ষেপ করব।'

Advertisement

সিপি বলেন, 'রাত দখলের রাতে পর্যাপ্ত নিরাপত্তার বন্দোবস্ত আমরা করেছিলাম। ডিসি পর্যায়ের আধিকারিক ছিলেন। ব্যারিকেড ভাঙা হয়েছে। ডিসিপি আহত হয়েছেন, পুলিশের আরও অনেকে আহত হয়েছেন। অন্তত ১৫ জন পুলিশ আহত হয়েছেন।' হামলার সময়ে পুলিশের বিরুদ্ধে নীরব দর্শকের ভূমিকা পালনের অভিযোগ উঠেছে। এনিয়ে সিপি বলেন, 'আমাদের সংযত থাকতে হয়।। সেখানে মহিলারাও ছিলেন। আমরা আচমকা কিছু করতে পারি না। সমস্ত রকম চেষ্টা করা হয়েছে। ১৫ জন পুলিশ আহত হয়েছেন। ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সেমিনার হলে হামলা চালানোর পরিকল্পনার বিষয়ে এখনও সেরকম কিছু বলেনি তারা। সেদি বিভিন্ন জাগায় থেকে লোক এসেছিল। দমদম, নারকেলডাঙা, মানিকতলা, হাওড়া-সহ অনেক জায়গা থেকে লোক এসেছিল। হামলায় প্ররোচনা দেওয়া লোকজনকেও গ্রেফতার করা হবে। শহরের সব জায়গাতেই ভিড় ছিল, আমরা দ্রুততার সঙ্গে ফোর্স পাঠাতে পারিনি। আরজি করের সামনে ভিড়ের তুলনায় বাহিনী কম ছিল।  বিশাল ভিড় দেখে ডিসি নর্থ গিয়েছিলেন। তাঁর মাথা ফাটায় আমাদের ফোর্স ছত্রভঙ্গ হয়ে পড়েছিল। ঘুরে দাঁড়াতে সময় লাগে।'

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement