Advertisement

RG Kar Latest News: মোহন ভাগবতের সঙ্গে কী কথা হল? Bangla.aajtak.in-কে জানালেন নির্যাতিতার বাবা

মোহন ভাগবত ১০ দিনের কর্মসূচিতে কলকাতায় রয়েছেন, এই খবর পাওয়ার পরই তাঁর সঙ্গে সাক্ষাৎ করার আবেদন জানান নিহত তরুণীর বাবা-মা। সেই মতো শনিবার তাঁদের সাক্ষাতের ব্যবস্থা করা হয়। নিহত চিকিৎসকের বাবা 'বাংলা ডট আজতক ডট ইন'কে ফোনে বলেন, 'আমাদের কথা শোনার পর মোহন ভাগবত বলেন, আপানারা যাতে বিচার পান, সেজন্য আমি চেষ্টা করব।

আরজি কর নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করলেন মোহন ভাগবত।-গ্রাফিকআরজি কর নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করলেন মোহন ভাগবত।-গ্রাফিক
Aajtak Bangla
  • কলকাতা,
  • 08 Feb 2025,
  • अपडेटेड 6:24 PM IST
  • আরজি কর মেডিকেল কলেজের চিকিৎসক ছাত্রী ধর্ষণ ও হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে টানা অসন্তোষ প্রকাশ করে আসছেন নিহত তরুণীর বাবা-মা।
  • এবার তাঁরা সাক্ষাৎ করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) প্রধান মোহন ভাগবতের সঙ্গে।

আরজি কর মেডিকেল কলেজের চিকিৎসক ছাত্রী ধর্ষণ ও হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে টানা অসন্তোষ প্রকাশ করে আসছেন নিহত তরুণীর বাবা-মা। এবার তাঁরা সাক্ষাৎ করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) প্রধান মোহন ভাগবতের সঙ্গে। শনিবার নিউ টাউনের একটি অতিথিশালায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। আধ ঘণ্টা ধরে তাঁদের মধ্যে আলোচনা হয়। 

মোহন ভাগবতের সঙ্গে সাক্ষাৎ কেন?
মোহন ভাগবত ১০ দিনের কর্মসূচিতে কলকাতায় রয়েছেন, এই খবর পাওয়ার পরই তাঁর সঙ্গে সাক্ষাৎ করার আবেদন জানান নিহত তরুণীর বাবা-মা। সেই মতো শনিবার তাঁদের সাক্ষাতের ব্যবস্থা করা হয়। নিহত চিকিৎসকের বাবা 'বাংলা ডট আজতক ডট ইন'কে ফোনে বলেন, 'আমাদের কথা শোনার পর মোহন ভাগবত বলেন, আপানারা যাতে বিচার পান, সেজন্য আমি চেষ্টা করব। আমি কিছুটা জানি, তবে গভীরভাবে জানি না। জানার চেষ্টা করছি। আমি সবরকমভাবে চেষ্টা করব, যাতে আপনারা সুবিচার পান।' 

তদন্ত নিয়ে অসন্তোষ
এতদিন ধরে এই ঘটনায় সঠিক বিচার না পাওয়ার অভিযোগ তুলে একাধিকবার প্রকাশ্যে এসেছেন নিহত তরুণীর বাবা-মা। প্রথমে কলকাতা পুলিশ এবং পরে সিবিআই তদন্ত শুরু হলেও তাঁরা এর অগ্রগতিতে সন্তুষ্ট নন। তাঁদের দাবি, এই তদন্ত যথাযথভাবে হয়নি এবং কেন্দ্রীয় সরকারের সরাসরি হস্তক্ষেপ প্রয়োজন।

অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ হয়নি
এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও দেখা করার চেষ্টা করেছিলেন নিহত তরুণীর বাবা-মা। কিন্তু সেই সাক্ষাৎ সম্ভব হয়নি। তবে এবার তাঁদের মোহন ভাগবতের সঙ্গে দেখা হওয়াকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

মোহন ভাগবতের প্রতিক্রিয়া
এর আগে আরজি কর ধর্ষণ ও খুনের ঘটনায় সরব হয়েছেন মোহন ভাগবত নিজেও। তিনি এই ঘটনার তীব্র নিন্দা করেছেন এবং দোষীদের কঠোর শাস্তির দাবি তুলেছেন। এবার নির্যাতিতার বাবা-মায়ের সঙ্গে তাঁর বৈঠকের পর তদন্তের গতিপ্রকৃতি নতুন দিকে মোড় নেয় কিনা, তা নিয়ে সংশ্লিষ্ট মহলে জল্পনা শুরু হয়েছে।

Advertisement

নিহত তরুণীর জন্মদিনে প্রতিবাদ কর্মসূচি
আগামীকাল, ৯ ফেব্রুয়ারি, নিহত চিকিৎসক ছাত্রীর জন্মদিন। এই উপলক্ষে কলকাতায় বিভিন্ন প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়েছে। 'বাংলার মেয়ের জন্মদিন' নামে একটি স্মরণসভার আয়োজন করা হয়েছে আরজি কর মেডিকেল কলেজে। এই কর্মসূচিতে সিবিআই-সহ সংশ্লিষ্ট বিভিন্ন তদন্তকারী সংস্থা এবং প্রশাসনিক কর্তাদের আমন্ত্রণ জানানো হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমন্ত্রণ জানানোর কথা বলা হয়েছে।

তদন্তে নতুন মোড় আসবে?
নিহত তরুণীর বাবা-মা মোহন ভাগবতের সঙ্গে সাক্ষাৎ করার পর মামলার তদন্তে কোনো নতুন গতি আসে কিনা, সেটাই এখন দেখার বিষয়। সংশ্লিষ্ট মহল মনে করছে, এই বৈঠকের পর কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কোনো নতুন সিদ্ধান্ত আসতে পারে এবং তদন্তের দিক পরিবর্তন হতে পারে।
 

 

Read more!
Advertisement
Advertisement