আরজি কর কাণ্ডের বছর না ঘুরতেই নয়া মোড়। এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল সরকারি এই মেডিক্যাল কলেজে ধর্ষণ ও খুনের ঘটনায় দোষী সাব্যস্ত সঞ্জয় রায়। তাকে শিয়ালদা কোর্ট ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ ও খুন করার অপরাধে আজীবন কারাদণ্ডের সাজা দিয়েছিল। সেই রায়কে চ্যালেঞ্জ করে এবার হাইকোর্টে আবেদন জানাল সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়। এই ঘটনায় সে নির্দোষ এবং ফলে এই ঘটনায় তাকে মুক্তি দিক আদালত, এই আর্জি জানিয়েছে সঞ্জয়। বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে আবদেন করেছে সে। আগামী ১৬ জুলাই এই মামলার শুনানির সম্ভাবনা।
আগামী ৯ অগাস্ট আরজি করের নারকীয় ঘটনার এক বছর। তার আগে ফের নতুন করে আন্দোলনের ঝাঁজ বাড়াতে চাইছেন আন্দোলনকারীরা। আরজি কর মেডিক্যালে চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনার এক বছর পূর্তিতে ফের প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। আগামী ৮ অগাস্ট ফের রাতভর প্রতিবাদ কর্মসূচি করা হবে।
উল্লেখ্য, গত বছর ৮ অগাস্ট রাতে আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনা ঘটেছিল। জানানো হয়েছে, আগামী ৮ অগাস্ট রাত ১২টা থেকে পরের দিন ভোর ৪টে পর্যন্ত পথে নেমে প্রতিবাদ প্রদর্শন করা হবে। মশাল মিছিলও করা হবে। ৮ অগাস্ট রাত ১২টায় শ্যামবাজারে জমায়েতের ডাক দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। সেখান থেকে কলেজ স্কোয়ার পর্যন্ত মশাল মিছিল করা হবে বলে জানানো হয়েছে। সমাজের সকল স্তরের মানুষকে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
এদিকে, আরজি কর কাণ্ডে 'ক্রাইম সিন' বা ঘটনাস্থল পরিদর্শনে যেতে চায় নির্যাতিতার পরিবার। মঙ্গলবার শিয়ালদা আদালতে এই সংক্রান্ত আবেদনের শুনানি হয়। ঘটনাস্থল পরিদর্শন করার আবেদনে আপত্তি জানিয়েছে রাজ্য। ধৃত সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের আইনজীবীরাও ঘটনাস্থল পরিদর্শনের আবেদনে আপত্তি জানান। বুধবার এই মামলার রায় ঘোষণা করবে আদালত।