Advertisement

RG Kar : মুখ্যমন্ত্রীকে কিছু করতে হবে না, ওঁর পুলিশই প্রমাণ লোপাট করেছে : নির্যাতিতার বাবা

নির্যাতিতার বাবা এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, 'মুখ্যমন্ত্রীকে ব্যস্ত হয়ে কিছু করতে হবে না। এটা আমাদের অনুরোধ। উনি এতদিন যা করেছেন সেটাই যথেষ্ট। উনি অনেক কথা বলতে পারেন।'

RG KAR RG KAR
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 21 Jan 2025,
  • अपडेटेड 6:37 PM IST
  • মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে কিছু করতে হবে না
  • যা করার তাঁরাই করবেন, জানালেন আরজি করের নির্যাতিতার বাবা

আরজি কর কাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়কে আমৃত্যু কারাবাসের সাজা দিয়েছে শিয়ালদা আদালত। এই রায়ে অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঞ্জয়ের সর্বোচ্চ সাজা অর্থাৎ ফাঁসির দাবিতে ইতিমধ্যেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। এই পরিস্থিতিতে নির্যাতিতার বাবা সাফ জানিয়ে দিলেন তাঁরা মুখ্যমন্ত্রীর সাহায্য চান না। 

নির্যাতিতার বাবা এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, 'মুখ্যমন্ত্রীকে ব্যস্ত হয়ে কিছু করতে হবে না। এটা আমাদের অনুরোধ। উনি এতদিন যা করেছেন সেটাই যথেষ্ট। উনি অনেক কথা বলতে পারেন। তবে ওঁর পুলিশ, সিপি-ই তো সব তথ্য প্রমাণ নষ্ট করেছেন। উনি দেখতে পাচ্ছেন না প্রথম থেকে?' 

নির্যাতিতার বাবা স্পষ্ট করে দেন, তাঁরা সিবিআই-এর তদন্তেও সন্তুষ্ট নন। তিনি মনে করেন, সিবিআই পর্যাপ্ত তথ্য প্রমাণ দিতে পারেনি বলেই এমন সাজা হয়েছে। তবে বিচারক অনির্বাণ দাসের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। বলেন, 'আদালতের প্রতি, বিচার ব্যবস্থার প্রতি আমাদের পূর্ণ আস্থা রয়েছে। আমরা আদালতের উপর আস্থা রেখেছিলাম। বিচারক সেই আস্থার মর্যাদা রেখেছেন।' 

আরও পড়ুন

প্রসঙ্গত, শনিবার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছিল শিয়ালদা আদালত। সোমবার সাজা শোনানা হয়। তিনটি ধারায় সাজা ঘোষণা করা হয়। দুটিতে যাবজ্জীবন ও একটিতে আমৃত্যু কারবাস। সেই অনুযায়ী, আমৃত্যু কারাবাসে থাকতে হবে দোষীকে। যদিও এই রায়ে খুশি নন ডাক্তারদের একটা বড় অংশ ও নির্যাতিতার পরিবার। তাদের তরফে উচ্চ আদালতে যাওয়া হবে। অন্যদিকে সঞ্জয়ের আইনজীবীও সাজা কমানোর আর্জি নিয়ে হাইকোর্টে আবেদন করবেন। 
 

Read more!
Advertisement
Advertisement