Advertisement

'হিন্দুরা একজোট হলে পরিস্থিতি...', কলকাতায় এসে বড় বার্তা ভাগবতের

বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বলতে গিয়ে ভাগবত বলেন, "সেখানে হিন্দুরা সংখ্যালঘু এবং তাঁদের পরিস্থিতি খুবই খারাপ। কঠিন পরিস্থিতি সত্ত্বেও, সর্বোচ্চ নিরাপত্তার জন্য ওখানকার হিন্দুদের ঐক্যবদ্ধ থাকতে হবে। বিশ্বব্যাপী হিন্দুদের তাঁদের সাহায্য করা উচিত।"

কলকাতায় ভাষণ দিলেন সংঘের প্রধান মোহন ভাগবতকলকাতায় ভাষণ দিলেন সংঘের প্রধান মোহন ভাগবত
Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 Dec 2025,
  • अपडेटेड 6:32 PM IST
  • বাংলাদেশে হিন্দুদের কী করা উচিত?
  • কলকাতা থেকে বার্তা দিলেন RSS প্রধান
  • হিন্দু সমাজ যদি ঐক্যবদ্ধ থাকে, তাহলে এ বাংলার পরিস্থিতির পরিবর্তন হতেও খুব বেশি সময় লাগবে না।

RSS-এর ১০০ বছরের পূর্তি অনুষ্ঠান উপলক্ষে কলকাতায় ভাষণ দিলেন সংঘের প্রধান মোহন ভাগবত। এদন বাংলাদেশে হিন্দুদের উপর হওয়া অত্যাচারের প্রতিবাদে মুখ খোলেন তিনি। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বলতে গিয়ে ভাগবত বলেন, "সেখানে হিন্দুরা সংখ্যালঘু এবং তাঁদের পরিস্থিতি খুবই খারাপ। কঠিন পরিস্থিতি সত্ত্বেও, সর্বোচ্চ নিরাপত্তার জন্য ওখানকার হিন্দুদের ঐক্যবদ্ধ থাকতে হবে। বিশ্বব্যাপী হিন্দুদের তাঁদের সাহায্য করা উচিত।"

পাশাপাশি ভাগবত বলেন, "আমাদের সীমান্তের ভেতরে যতটা সম্ভব সাহায্য করা উচিত। আমাদের যা সম্ভব তা হয়তো আমরা করছিও। মনে রাখতে হবে ভারত হিন্দুদের জন্য একমাত্র দেশ। ভারত সরকারকে অবশ্যই এটা বিবেচনা করতে হবে। তাদেরও কিছু করা উচিত। তারা ইতিমধ্যেই কিছু করেওছে। কিন্তু কিছু জিনিস প্রকাশ করা হয়, আর কিছু জনসমক্ষে আনা হয়। আবার সাহায্যের চেষ্টা করলে কখনও কখনও সত্যিই সেই কাজে ফল পাওয়া যায়। আবার কখনও কখনও তেমন কিছুই হয় না। কিন্তু অবশ্যই বাংলাদেশের হিন্দুদের জন্য কিছু করা উচিত।"

অন্যদিকে পশ্চিমবঙ্গ সম্পর্কে RSS প্রধানের দাবি, "হিন্দু সমাজ যদি ঐক্যবদ্ধ থাকে, তাহলে এ বাংলার পরিস্থিতির পরিবর্তন হতেও খুব বেশি সময় লাগবে না। রাজনৈতিক পরিবর্তন নিয়ে আমি স্পষ্ট করে বলতে চাই, রাজনৈতিক পরিবর্তন নিয়ে ভাবা আমার কাজ নয়। আমরা সংঘের মাধ্যমে সামাজিক পরিবর্তনের জন্য কাজ করছি।"

এরপরেই হিন্দু রাষ্ট্র নিয়ে মোহন ভাগবতকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "সূর্য পূর্ব দিকে ওঠে, আমরা জানিও না কতদিন ধরে এটা ঘটছে। তাহলে এর জন্য কি সাংবিধানিক অনুমোদনেরও প্রয়োজন? ভারতও একটি হিন্দু রাষ্ট্র। যে ভারতকে তাদের মাতৃভূমি বলে মনে করে এবং ভারতীয় সংস্কৃতিকে সম্মান করে, সে হিন্দু রাষ্ট্রের নাগরিক। যতক্ষণ পর্যন্ত ভারতের মাটিতে একজনও ব্যক্তি বেঁচে থাকে যে আমাদের পূর্বপুরুষদের গৌরবময় ঐতিহ্যে বিশ্বাস করে এবং লালন করে ততক্ষণ পর্যন্ত ভারত একটি হিন্দু রাষ্ট্র। এটাই সংঘের আদর্শ।"

Advertisement

অন্যদিকে মুসলিম বিরোধিত প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, "যদি এমন ধারণা থাকে যে আমরা মুসলিম-বিরোধী, তাহলে আমি তো বলেইছি RSS-এর কাজ সম্পূর্ণ স্বচ্ছ। আপনারা যে কোনও সময় এসে নিজের চোখে দেখতে পারেন। যারা দেখে গেছেন, দেখার পর তাঁরা বলেছেন, আপনি একজন কট্টর জাতীয়তাবাদী। আপনি হিন্দুদের সংগঠিত করেন এবং হিন্দুদের রক্ষা করার কথাও বলেন। কিন্তু আপনি মুসলিম-বিরোধী নন। অনেকেই এটি মেনে নিয়েছেন। আর যারা আরও জানতে চান তাদের নিজেরাই আরএসএস দেখতে আসা উচিত।"

বাবরি মসজিদ নিয়ে RSS প্রধান কী বললেন?

বাবরি মসজিদ নিয়ে মোহন ভাগবত বলেন, "রাম মন্দির তৈরি নিয়ে একটা সময়ে বিরোধ ছিল। আমরা আদালতের দ্বারস্থ হই। দীর্ঘ সময় বিবেচনার পর আদালত রায় দেয় মন্দির তৈরি করতে। আমরা মন্দির তৈরি করি। এখানেই আসলে ওই বিরোধের নিষ্পত্তি হওয়া উচিত। কিন্তু এখন বাবরি মসজিদ আবার তৈরির মাধ্যমে পুরনো বিরোধকে পুনরুজ্জীবিত করা হচ্ছে। এটা রাজনৈতিক ষড়যন্ত্র। ভোট পাওয়ার জন্যই এটা করা হচ্ছে। এতে হিন্দু বা মুসলিম কারোরই লাভ হবে না। আমি মনে করি এমনটা হওয়া উচিত নয়।"

পাশাপাশি, সরকারি অর্থ দিয়ে ধর্মীয় স্থান নির্মাণ করা ঠিক কিনা জানতে চাইলে তিনি বলেন, "সরকারের মন্দির বা কোনও ধর্মীয় স্থান নির্মাণ করা উচিত নয়। এটাই নিয়ম। সোমনাথ মন্দির তৈরি করা হয়েছিল। সর্দার বল্লভভাই প্যাটেল তখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। রাষ্ট্রপতিও এই মন্দির উদ্বোধনে উপস্থিত ছিলেন, কিন্তু কোনও সরকারি ফান্ড ব্যবহার করা হয়নি। সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের পরে রাম মন্দির তৈরি করা হয়েছে। এক্ষেত্রেও সরকারকে একটি ট্রাস্ট গঠন করতে বলা হয়েছিল,সেটাই করা হয়েছিল। সরকার কোনও অর্থ দেয়নি। আমরা সকলেই একসঙ্গে টাকা জমা করেছি।"

Read more!
Advertisement
Advertisement