Advertisement

BGBS 2025: শালবনীতে ১৬ হাজার কোটি টাকার পাওয়ার প্ল্যান্ট, BGBS-র মঞ্চে আর কী ঘোষণা জিন্দলদের?

আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে সূচনা হবে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের। এবারের বাণিজ্য সম্মেলন আরও বেশি গুরুত্বপূর্ণ কারণ এবছর সিআইআই ও ফিকির জাতীয় কর্মসমিতির বৈঠক বসেছে নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারেই। ২ দিনের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে এবার আমন্ত্রিত ৪০টি দেশের প্রতিনিধি। রয়েছেন দেশের শীর্ষস্থানীয় শিল্পপতিরা। মুকেশ অম্বানি, সজ্জন জিন্দাল, সঞ্জীব গোয়েঙ্কা ছাড়াও ছিলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনও। ছিলেন ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়ও। আর এই মঞ্চ থেকেই বাংলায় বিনিয়োগের বড় ঘোষণা করলেন জিন্দল গ্রুপের সিএমডি সজ্জন জিন্দাল।

শালবনীতে ১৬ হাজার কোটি টাকার পাওয়ার প্ল্যান্টশালবনীতে ১৬ হাজার কোটি টাকার পাওয়ার প্ল্যান্ট
Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 Feb 2025,
  • अपडेटेड 4:12 PM IST


আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে সূচনা হবে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের। এবারের বাণিজ্য সম্মেলন আরও বেশি গুরুত্বপূর্ণ কারণ এবছর সিআইআই ও ফিকির জাতীয় কর্মসমিতির বৈঠক বসেছে নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারেই।  ২ দিনের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে এবার আমন্ত্রিত ৪০টি দেশের প্রতিনিধি। রয়েছেন দেশের শীর্ষস্থানীয় শিল্পপতিরা।  মুকেশ অম্বানি, সজ্জন জিন্দাল, সঞ্জীব গোয়েঙ্কা ছাড়াও ছিলেন  ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনও। ছিলেন ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়ও। আর এই মঞ্চ থেকেই বাংলায় বিনিয়োগের বড় ঘোষণা করলেন জিন্দল গ্রুপের সিএমডি সজ্জন জিন্দাল।

বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে  জিন্দল গ্রুপের সিএমডি সজ্জন জিন্দল জানান, বাংলার মতো শিল্পবান্ধব পরিবেশ অন্য রাজ্যে পাওয়া যায় না। বিদ্যুৎ ক্ষেত্রে ১৬ হাজার কোটি টাকা বিনিয়োগের ঘোষণা করেন তিনি। মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে সজ্জন জিন্দল বলেন বাংলা মানেই ব্যবসা। রফতানি ক্ষেত্রে বাংলার অবস্থান সেরা। সেখানেই তিনি ঘোষণা করেন শালবনী  পাওয়ার প্ল্যান্টের জন্য ১৬ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে জিন্দল গ্রুপ। পাশাপাশি তিনি জানেন জেএসডব্লিউ গ্রুপ দুর্গাপুর বিমানবন্দরের পরিকাঠামো উন্নত করার লক্ষ্যে উল্লেখযোগ্য বিনিয়োগ করতে চলেছে। এই বিনিয়োগ গোটা দুর্গাপুর অঞ্চলের উন্নয়ন ঘটাবে। 

এদিন অষ্টম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন ২০২৫ শুরু হল জাঁকজমকপূর্ণভাবে। কলকাতার নিউ টাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে বুধবার দুপুর ২টোয় শুরু হয় বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন (বিজিবিএস)। চলবে আগামিকাল বৃহস্পতিবার পর্যন্ত। মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন এবারে ২০টি দেশ ‘পার্টনার’। এদিন উদ্বোধনের পর, মঞ্চে বক্তব্য রাখেন সঞ্জীব গোয়েঙ্কা-সহ একের পর শিল্পপতি। ভুটানের মন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, ভুটানের সঙ্গে পশ্চিমবঙ্গের যোগাযোগ নিবিড়। জলপাইগুড়ি হয়ে সহজেই পৌঁছে যাওয়া যায়। বক্তব্যের মধ্যেই বারেবারে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানান।  ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন বক্তব্যের শুরুতেই জানান, পশ্চিমবঙ্গ উন্নয়নে এগিয়েছে মমতা জমানায়। এখন পশ্চিমবঙ্গের সৃষ্টিশিল কাজের দিকে তাকিয়ে গোটা দেশ, সেকথাও বলেন সোরেন। বক্তব্যের শেষে ঝাড়খণ্ডে বিনিয়োগ করার জন্য শিল্পপতিদের আহ্বান  জানান সে রাজ্যের মুখ্যমন্ত্রী।

Advertisement

Read more!
Advertisement
Advertisement