Advertisement

Samik Bhattacharya: শমীক মনোনয়ন দিয়ে দিলেন, এবার নয়া রাজ্য সভাপতির নাম আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা

সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে এবার BJP-র রাজ্য সভাপতি পদে শমীক ভট্টাচার্যের নামই ঘোষণা করতে চলেছে পদ্ম শিবির। মনোনয়ন জমা করেছেন রাজ্যসভার এই সাংসদ। আনুষ্ঠানিক ঘোষণা এখন কেবল সময়ের অপেক্ষা।

মনোনয়ন জমা শমীক ভট্টাচার্যের মনোনয়ন জমা শমীক ভট্টাচার্যের
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 02 Jul 2025,
  • अपडेटेड 3:59 PM IST
  • BJP-র রাজ্য সভাপতি পদে শমীক ভট্টাচার্য
  • মনোনয়ন জমা করেছেন রাজ্যসভার এই সাংসদ
  • আনুষ্ঠানিক ঘোষণা এখন কেবল সময়ের অপেক্ষা

অবশেষে জল্পনায় পড়ল সিলমোহর। রাজ্য BJP সভাপতি হতে চলেছেন শমীক ভট্টাচার্য। বুধবার দুপুরে নির্দিষ্ট সময়ে তিনি এই পদের জন্য মনোনয়ন জমা করলেন। সুকান্তর উত্তরসূরি হিসেবে তাঁর নাম আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা এবার কেবল সময়ের অপেক্ষা। 

সুকান্ত মজুমদারের পরিবর্ত হিসেবে BJP-র রাজ্যসভার এই সাংসদের নাম নিয়েই জল্পনা চলছিল বেশ কিছু দিন ধরে। সেই সম্ভাব্য জল্পনার অবসান হয়ে গেল বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। এদিন গেরুয়া শিবিরের শীর্ষ নেতৃত্বের নির্দেশ মাফিক বঙ্গ BJP-র সভাপতি পদের জন্য আনুষ্ঠানিকভাবে মনোনয়ন জমা দেন শমীক ভট্টাচার্য। দলীয় সূত্রে খবর, BJP-র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার নির্দেশেই এই পদক্ষেপ নিয়েছেন শমীক। এদিকে, জেপি নাড্ডারও উত্তরসূরি থুঁজছে দল। খুব শীঘ্রই তা ঘোষণার সম্ভাবনা। 

 

গত কয়েক মাস ধরেই রাজ্য BJP-র নেতৃত্বে পরিবর্তনের ইঙ্গিত মিলেছিল। সূত্রের খবর, দলের অন্দরেও অনেকেই চাইছিলেন একজন ভারসাম্যপূর্ণ, সাংগঠনিকভাবে অভিজ্ঞ মুখকে রাজ্য সভাপতি পদে। শমীক ভট্টাচার্য সেই দৌড়ে বহু দিন ধরেই অন্যতম দাবিদার বলে মনে করা হচ্ছিল। দীর্ঘ দিন দলের মুখপাত্রের দায়িত্ব সামলেছেন, বর্তমানে তিনি দলের রাজ্যসভার সাংসদও। যদিও দল এখনও আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করেনি, তবে এদিন শমীকের মনোনয়নে হাজির ছিলেন শুভেন্দু অধিকারী, সুকান্ত ভট্টাচার্য। 

পুরনো নেতৃত্বকে সরিয়ে শমীক ভট্টাচার্যর নেতৃত্বে দল কি নতুন করে সংগঠন মজবুত করতে পারবে? সামনেই বিধানসভা নির্বাচন, তার আগে এই পরিবর্তন কতটা চাঙ্গা করতে পারবে গেরুয়া শিবিরকে? এই সব নিয়েই এখন কাটাছেঁড়া চলছে পদ্ম শিবিরে। 

 

Read more!
Advertisement
Advertisement