Advertisement

Samik Bhattacharya : BJP-র রাজ্য সভাপতি হতে হঠাৎ মনোনয়ন জমা আর এক নেতার, তারপর কী হল?

বিজেপির রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বের ইচ্ছে মতো মনোনয়ন জমা দেন শমীক ভট্টাচার্য। নিশ্চিত হয়ে যায় তিনিই হতে চলেছেন সুকান্ত মজুমদারের স্থলাভিষিক্ত। তবে বিজেপির রাজ্য সভাপতি নির্বাচনে শেষ মুহূর্তে টান টান নাটক।

samik bhattacharyasamik bhattacharya
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 02 Jul 2025,
  • अपडेटेड 8:13 PM IST
  • বিজেপির রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বের ইচ্ছে মতো মনোনয়ন জমা দেন শমীক ভট্টাচার্য
  • নিশ্চিত হয়ে যায় তিনিই হতে চলেছেন সুকান্ত মজুমদারের স্থলাভিষিক্ত
  • তবে বিজেপির রাজ্য সভাপতি নির্বাচনে শেষ মুহূর্তে টান টান নাটক

বিজেপির রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বের ইচ্ছে মতো মনোনয়ন জমা দেন শমীক ভট্টাচার্য। নিশ্চিত হয়ে যায় তিনিই হতে চলেছেন সুকান্ত মজুমদারের স্থলাভিষিক্ত। তবে বিজেপির রাজ্য সভাপতি নির্বাচনে শেষ মুহূর্তে টান টান নাটক। হঠাৎ মনোনয়ন জমা দিয়ে বসলেন আর এক বিজেপি নেতা। যদিও স্ক্রুটিনিতে তা বাতিল হয়ে যায়। অর্থাৎ শমীকের রাজ্য সভাপতি পদে বসা এখন সময়ের অপেক্ষা মাত্র। 

বুধবার দুপুরে রাজ্য সভাপতি পদে মনোনয়ন জমা দেন শমীক ভট্টাচার্য। তবে সূত্রের খবর, এদিন দুপুরেই মনোনয়ন জমা করেন অম্বুজাক্ষ মোহান্তি নামে এক বিজেপি নেতা। ২০২১ সালের বিধানসভা ভোটে পূর্ব মেদিনীপুরের পটাশপুর কেন্দ্র থেকে দাঁড়িয়েছিলেন। তবে বিজেপির সাংগঠনিক নিয়ম অনুযায়ী, রাজ্য সভাপতি পদে যিনি মনোনয়ন জমা দেবেন তাঁর প্রস্তাবক হিসেবে ১০ জন প্রদেশ পরিষদ সদস্যের সই থাকতে হবে। 

বিজেপি সূত্রে খবর, অম্বুজাক্ষ মোহান্তির সেই মনোনয়ন পত্রে ১০ জনের সই ছিল না। সেই কারণে স্ক্রুটিনির সময় সেই মনোনয়ন বাতিল হয়ে যায়। ফলে শমীকের রাজ্য সভাপতি হতে আর কোনও বাধা রইল না। সব ঠিক থাকলে বৃহস্পতিবারই তাঁর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে গেরুয়া শিবির। 

বুধবার দুপুরে সল্টলেকে বিজেপির পার্টি অফিসে রাজ্য সভাপতি হওয়ার জন্য মনোনয়ন পেশ করেন রাজ্যসভার সাংসদ শমীরক ভট্টাচার্য। তাঁর সঙ্গে ছিলেন বিদায়ী সভাপতি সুকান্ত মজুমদার ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 

বছর ঘুরতে না ঘুরতেই বিধানসভা ভোট। তার আগে শমীককে রাজ্য সভাপতি করা বিজেপির মাস্টার স্ট্রোক হিসেবেই দেখছে রাজনৈতিক মহল। পুরোনো ও নতুন কর্মীদের সঙ্গে নিয়ে চলার সুনাম রয়েছে শমীকের। তিনি বাগ্মীও। নির্বাচনে লড়ার অভিজ্ঞতাও রয়েছে। আরএসএস থেকে উঠে আসা শমীক ছাব্বিশের ভোটের আগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন বলেই মনে করা হচ্ছে।   

Read more!
Advertisement
Advertisement