Advertisement

Sheikh Shahjahan Arrested: মনে হচ্ছে শেখ শাহজাহানই পুলিশকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে: সুকান্ত

বিজেপির লাগাতার আন্দোলনের ফলেই শেখ শাহজাহানকে পুলিশ গ্রেফতার করতে বাধ্য হয়েছে বলে দাবি করেন সুকান্ত। তাঁর কথায়,'হাজারটা সন্দেশখালি তৈরি হয়েছে গোটা বাংলায়। বাংলার মায়েদের বলব, এটাই সঠিক সময়। যেখানে যেখানে মহিলারা নির্যাতিত, তাঁদের পাশে আছে বিজেপি।'

sandeshkhali incidentsandeshkhali incident
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 29 Feb 2024,
  • अपडेटेड 4:31 PM IST
  • শাহজাহানকে পুলিশ গ্রেফতার করতে বাধ্য হয়েছে বলে দাবি করেন সুকান্ত।
  • পুলিশের হেফাজতে শেখ শাহজাহান ফাইভ স্টার হোটেলের সুবিধা পাবেন বলে দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা।

শাহজাহানকে ইডি ও সিবিআইই-র হাতে তুলে দেওয়ার দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। গ্রেফতারির পর পুলিশের হেফাজতে শাহজাহান যেভাবে চলাফেরা করছেন, তা নিয়েও প্রশ্ন তুলেছেন। তাঁর কটাক্ষ, মনে হচ্ছে, পুলিশ নয়, শাহজাহানই অদৃশ্য দড়ি বেঁধে পুলিশকে নিয়ে যাচ্ছে।        

বিজেপির লাগাতার আন্দোলনের ফলেই শেখ শাহজাহানকে পুলিশ গ্রেফতার করতে বাধ্য হয়েছে বলে দাবি করেন সুকান্ত। তাঁর কথায়,'হাজারটা সন্দেশখালি তৈরি হয়েছে গোটা বাংলায়। বাংলার মায়েদের বলব, এটাই সঠিক সময়। যেখানে যেখানে মহিলারা নির্যাতিত, তাঁদের পাশে আছে বিজেপি। সন্দেশখালির মহিলাদের পাশে বিজেপির দাঁড়ানোর পর গোটা দেশের সামনে পুরো বিষয়টি চলে আসে। এখন মুখ বাঁচানোর চেষ্টা করছে তৃণমূল। শেখ শাহজাহান, উত্তম সর্দার ও শিবু হাজরা- এই তিন জন মিলে সব কিছু করতে পারে না। ভাঙড়ে, গোসাবায় জমি দখল হচ্ছে। আমাদের আন্দোলন ততক্ষণ চলবে, যতক্ষণ না শেখ শাহজাহানদের গ্রেফতার করা হচ্ছে।'

পুলিশের হেফাজতে শেখ শাহজাহান ফাইভ স্টার হোটেলের সুবিধা পাবেন বলে দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই কথাই শোনা গেল সুকান্তের মুখেও। পুলিশের ঘেরাটোপে শেখ শাহাজাহানকে হাবভাব দেখে প্রশ্ন তুলেছেন বিজেপির রাজ্য সভাপতি। তিনি বলেন,'শাহজাহান যেভাবে ঘুরতে ঘুরতে যাচ্ছে, যে দর্পের সঙ্গে যাচ্ছে, মনে হচ্ছে, পুলিশ তাঁকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে না! বরং অদৃশ্য দড়ি দিয়ে পুলিশকেই গ্রেফতার করে নিয়ে যাচ্ছে শেখ শাহজাহান। ভিকট্রি সাইনও দেখাচ্ছে।' 

সেই সঙ্গে যোগ করেন,'এই ব্যাটাকে ইডি-সিবিআইয়ের হতে তুলে দিতে হবে। তিহাড়ে নিয়ে যাওয়ার পর দেখবেন আর ভিকট্রি  সাইন দেখানোর অবস্থায় থাকবে না। দু'কাঁধে ভর দিয়ে বেরোবে। আসলে প্রশাসনের কোনও নিয়ন্ত্রণ মুখ্যমন্ত্রীর হাতে নেই। খুব কম দিনই নবান্নে যান তিনি।'

এ দিনই শেখ শাহজাহানকে ৬ বছরের জন্য় সাসপেন্ড করেছে তৃণমূল। দলের সমস্ত পদ থেকে তাঁকে সরানো হয়েছে বলেও জানিয়ে দেন তৃণমূল নেতা তথা রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বুধবার রাতে মিনাখাঁ থেকে শাহজাহানকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার সকালে তাঁকে হাজির করানো হয় বসিরহাট আদালতে। ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। শাহজাহানকে নিয়ে যাওয়া হয় ভবানী ভবনে। ব্রাত্য বলেন,'দলের কারও বিরুদ্ধে কোনও অভিযোগ পেলে তৃণমূল যে পদক্ষেপ করে এটা তারই প্রমাণ। এটা তৃণমূল আগেও করেছে। কিন্তু বিজেপি তো আরও তৃণমূল নয়। আমরা প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করছি, শুভেন্দু অধিকারী, হিমন্ত বিশ্বশর্মা বা নারায়ণ রাণেকে সাসপেন্ড করে দেখান। মণিপুরের মুখ্যমন্ত্রী, ব্রিজ ভূষণ বা অজয় মিশ্র টেনির বিরুদ্ধেও বা কী পদক্ষেপ করা হয়েছে?'

Advertisement

Read more!
Advertisement
Advertisement