Advertisement

RG Kar Case Verdict: 'তদন্ত এখনও বাকি...' সঞ্জয়ের সাজা ঘোষণার আগে জোরাল দাবি অভয়ার মা-বাবার

আরজি কর হাসপাতালে চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ ও নৃশংস খুনের ঘটনায় আজ সঞ্জয় রায়ের সাজা ঘোষণা করবেন শিয়ালদা আদালতের বিচারক অনির্বাণ দাস ৷ ধৃত মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের কী পরিণতি হয়, সেদিকে তাকিয়ে গোটা দেশ। তাকিয়ে রয়েছেন অভয়ার মা-বাবাও। রায় ঘোষণার আগে সোমবার আরও একবার অভয়ার বাবা-মা সঞ্জয় রায়ের কঠোরতম শাস্তি দাবি করেছেন। আজ সাজা ঘোষণার আগে, অভয়ার বাবা-মা বলেন যে তারা চান সঞ্জয় রায়ের কঠোরতম শাস্তি হোক এবং তার সঙ্গে জড়িত সকলেরও কঠোরতম শাস্তি হোক। এর সঙ্গে তাঁদের বক্তব্য যে তদন্ত প্রক্রিয়া এখনও সম্পন্ন না হওয়ায় আন্দোলন অব্যাহত থাকবে।

'কঠোরতম শাস্তি চাই...', সঞ্জয়ের সাজা ঘোষণার আগে ফের দাবি অভয়ার মা-বাবার'কঠোরতম শাস্তি চাই...', সঞ্জয়ের সাজা ঘোষণার আগে ফের দাবি অভয়ার মা-বাবার
Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 Jan 2025,
  • अपडेटेड 12:07 PM IST

আরজি কর হাসপাতালে চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ ও নৃশংস খুনের ঘটনায় আজ সঞ্জয় রায়ের সাজা ঘোষণা করবেন শিয়ালদা আদালতের বিচারক অনির্বাণ দাস ৷ ধৃত মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের কী পরিণতি হয়, সেদিকে তাকিয়ে গোটা দেশ।  তাকিয়ে রয়েছেন অভয়ার মা-বাবাও। রায় ঘোষণার আগে সোমবার আরও একবার অভয়ার বাবা-মা সঞ্জয় রায়ের কঠোরতম শাস্তি দাবি করেছেন। আজ সাজা ঘোষণার আগে, অভয়ার বাবা-মা বলেন যে তারা চান সঞ্জয় রায়ের কঠোরতম শাস্তি হোক এবং তার সঙ্গে জড়িত সকলেরও কঠোরতম শাস্তি হোক। এর সঙ্গে তাঁদের বক্তব্য যে তদন্ত প্রক্রিয়া এখনও সম্পন্ন না হওয়ায় আন্দোলন অব্যাহত থাকবে।

নির্যাতিতার পরিবারের দাবি, হাসপাতালের ভিতরের কেউ জড়িত না-থাকলে ঘৃণ্য় এই কাজ সঞ্জয়ের একার পক্ষে সম্ভব নয় ৷ সাজা ঘোষণার  আগে আরও একবার সিবিআই তদন্ত নিয়ে ক্ষোভ উগরে দিয়ে বিস্ফোরক দাবি করেছেন নির্যাতিতার বাবা-মা। তাঁরা বলছেন, সঠিক তদন্ত হলে অন্তত ৫০ জন এই ঘটনায় গ্রেফতার হয়। যারা তাঁদের মেয়ের সঙ্গে সেই রাতে শেষ পর্যন্ত ছিল, তারাও জড়িত থাকতে পারে। 

গত শনিবার সঞ্জয় রায়কে আদালত দোষী সাব্যস্ত করলেও সম্পূর্ণ খুশি হতে পারেননি নির্যাতিতার বাবা-মা। তাঁরা বলেছিলেন, ন্যায় বিচার এখনও পাওয়া বাকি। সাজা ঘোষণার আগে তাঁরা  দাবি করলেন, ঘটনার রাতে তাঁদের মেয়ের সঙ্গে যে চারজন ছিলেন, তাঁরাও এই অপরাধে যুক্ত। যারা দোষী, তাদের সবাইকে ধরলে অন্তত ৫০ জন গ্রেফতার হবেন। 

নির্যাতিতার বাবা-মায়ের  দাবি, সিবিআই এখনও বের করতেই পারল না , খুনটা কোথায় হয়েছে, সেমিনার হলেই, নাকি অন্য কোথাও ! মেয়ের পোস্টমর্টেম রিপোর্ট নিয়েও এখনও একাধিক প্রশ্ন রয়ে গেছে মনে। শেষ মুহূর্তেও তাঁরা বলছেন, ঘটনার পিছনে সঞ্জয় একা নয়, আরও অনেকে রয়েছে। 

Advertisement
Read more!
Advertisement
Advertisement