
নয়া প্রধান বিচারপতি পেল কলকাতা হাইকোর্ট। বিচারপতি সুজয় পালকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে পদোন্নতির সুপারিশ করেছে সুপ্রিম কোর্ট কলেজিয়াম। প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে তিনি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন। গত ৯ জানুয়ারি সুপ্রিম কোর্টের কলেজিয়ামের বৈঠকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে সুজয় পালের নাম সুপারিশ করা হয়।
কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি পদ থেকে টি এস শিবজ্ঞানম অবসর নেওয়ার পর ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি সুজয় পাল দায়িত্ব সামলাচ্ছিলেন। এর আগে ওই দায়িত্বে ছিলেন বিচারপতি সৌমেন সেন। পরে তাঁর নাম মেঘালয় হাইকোর্টের প্রধান বিচারপতি পদে সুপারিশ করা হয়। সেই সুপারিশ কার্যকর হওয়ার পর বিচারপতি পালকে ওই পদে দায়িত্ব দেওয়া হয়।
বিচারপতি পাল সেপ্টেম্বর ২০২৫ থেকে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব পালন করছেন। এবার কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি হলেন তিনি। প্রসঙ্গত, বিচারপতি সুজয় পালের বেড়ে ওঠা মধ্যপ্রদেশে। তাঁর পড়াশোনা জব্বলপুরের স্কুলে। এলএলবি পাশের পর দীর্ঘদিন ধরে আইনজীবী হিসেবে কাজ করেছেন। ২০১১ সাল থেকে দীর্ঘদিন মধ্যপ্রদেশ হাইকোর্টের বিচারকের দায়িত্ব সামলেছিলেন তিনি। পরে তাঁর ছেলে মধ্যপ্রদেশ হাইকোর্টে প্র্যাকটিস শুরু করায় বিচারপতি পালকে বদলি করা হয় তেলঙ্গানা হাইকোর্টে। ২০২৫-এর ২৬ মে বি আর গাভাইয়ের নেতৃত্বে সুপ্রিম কোর্ট কলেজিয়াম তাঁকে কলকাতা হাইকোর্টে বদলির সুপারিশ করে। গতবছর অর্থাৎ ২০২৫ সালের জুলাই মাসে কলকাতা হাইকোর্টে বদলি করা হয়েছিল তাঁকে।