Advertisement

বিশ্বকর্মা পুজোয় স্কুল খোলা, ইদে ছুটি? বিতর্কিত নোটিশে আধিকারিককে শোকজ করল KMC

বিশ্বকর্মা পুজোর ছুটি বাতিল করে ইদে দু’দিন ছুটি ঘোষণা করে বিতর্কের মুখে পড়েছে কলকাতা পুরসভা। পরিস্থিতি সামাল দিতে শিক্ষা বিভাগের এক আধিকারিককে শো-কজ় করেছে পুর কর্তৃপক্ষ। অভিযোগ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই ওই নোটিস জারি করেছিলেন তিনি।

KMCKMC
Aajtak Bangla
  • কলকাতা,
  • 26 Feb 2025,
  • अपडेटेड 2:12 PM IST
  • বিশ্বকর্মা পুজোর ছুটি বাতিল করে ইদে দু’দিন ছুটি ঘোষণা করে বিতর্কের মুখে পড়েছে কলকাতা পুরসভা।
  • পরিস্থিতি সামাল দিতে শিক্ষা বিভাগের এক আধিকারিককে শো-কজ় করেছে পুর কর্তৃপক্ষ।

বিশ্বকর্মা পুজোর ছুটি বাতিল করে ইদে দু’দিন ছুটি ঘোষণা করে বিতর্কের মুখে পড়েছে কলকাতা পুরসভা। পরিস্থিতি সামাল দিতে শিক্ষা বিভাগের এক আধিকারিককে শো-কজ় করেছে পুর কর্তৃপক্ষ। অভিযোগ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই ওই নোটিস জারি করেছিলেন তিনি।

জানা গেছে, কলকাতা পুর এলাকার হিন্দি ও উর্দুভাষী স্কুলগুলির জন্য প্রকাশিত ছুটির তালিকায় বিশ্বকর্মা পুজোর ছুটি বাদ দিয়ে ইদের জন্য দু’দিনের ছুটি ঘোষণা করা হয়। ওই বিতর্কিত নোটিসটি জারি করেছিলেন কলকাতা পুরসভার শিক্ষা বিভাগের চিফ ম্যানেজার সিদ্ধার্থশঙ্কর ধাড়া। বিষয়টি প্রকাশ্যে আসার পরেই নোটিসটি বাতিল করা হয়।

পুর কমিশনার জানিয়েছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা না করেই নোটিস জারি করা হয়েছে। কলকাতা পুরসভা এমন কোনও সিদ্ধান্ত জানত না। ইতিমধ্যেই নোটিস বাতিল করা হয়েছে। পুরসভার শিক্ষা বিভাগের মেয়র পারিষদ সন্দীপন সাহা জানিয়েছেন, অভিযুক্ত আধিকারিককে তিন দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। তাঁর জবাব পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

আরও পড়ুন

ঘটনার জেরে প্রশাসনিক মহলে উত্তেজনা ছড়িয়েছে। শো-কজ় চিঠি পাঠানো হলেও কী কারণে এমন নোটিস জারি করা হয়েছিল, তা নিয়ে এখনও সংশয় রয়েছে। বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলেও সমালোচনা শুরু হয়েছে। এখন দেখার বিষয়, কর্তৃপক্ষের তদন্তের পর কী সিদ্ধান্ত নেওয়া হয়।

TAGS:
Read more!
Advertisement
Advertisement