Advertisement

Train Service Disruption : দমদম স্টেশনে দুর্ঘটনা, লাইনচ্যুত বনগাঁ লোকাল; বিপদের হাত থেকে রক্ষা যাত্রীদের

দমদম স্টেশনে ঢুকছিল ডাউন বনগাঁ লোকাল। ঠিক সেই সময়ই দুর্ঘটনা। প্রবল ঝাঁকুনি অনুভব করেন যাত্রীরা। আতঙ্কের পরিবেশ তৈরি হয়।

Train Derailed Train Derailed
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 14 May 2025,
  • अपडेटेड 2:31 PM IST
  • দমদম স্টেশনে ঢুকছিল ডাউন বনগাঁ লোকাল
  • ঠিক সেই সময়ই দুর্ঘটনা

দমদম স্টেশনে ঢুকছিল ডাউন বনগাঁ লোকাল। ঠিক সেই সময়ই দুর্ঘটনা। প্রবল ঝাঁকুনি অনুভব করেন যাত্রীরা। আতঙ্কের পরিবেশ তৈরি হয়। দেখা যায়, ৪ নম্বর প্ল্যাটফর্মের সামনে লাইনচ্যুত হয়েছে ট্রেনটি। তড়িঘড়ি ট্রেন থেকে নেমে যান যাত্রীরা। 

ট্রেনটি বনগাঁ স্টেশন থেকে ছেড়েছিল সকাল সাড়ে দশটা নাগাদ। বেলা ১২ টা ১০ মিনিট নাগাদ ট্রেনটি দমদম স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মে ঢুকতে যায়। তখনই দুর্ঘটনা। রেল সূত্রে খবর, ট্রেনটির ১২ নম্বর কামরার চারটি চাকা লাইনচ্যুত হয়। তার জেরেই প্রবল ঝাঁকুনি অনুভব করেন যাত্রীরা। বড়সড় কোনও দুর্ঘটনাও ঘটতে পারত। তবে হতাহতের কোনও খবর নেই। 

এদিকে দিনের ব্যস্ত সময়ে ট্রেন লাইনচ্যুত হওয়ায় সেই প্ল্যাটফর্ম থেকে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। দমদম ক‍্যান্টনমেন্টে দাঁড়িয়ে পড়ে ডাউন হাসনাবাদ লোকাল। ডাউন গোবরডাঙা লোকাল বিরাটিতে এবং পরের বনগাঁ লোকাল মধ‍্যমগ্রামে দাঁড়িয়ে পড়ে। এছাড়াও অন্য লাইনের যে সব লোকাল ট্রেন ছিল, সেগুলো ছাড়তে একটু দেরি হয়। 

ট্রেনের লাইনচ্যুত হওয়ার খবর পেয়ে সেখানে আসে অ্যাকশন রিলিফ ট্রেন। ইঞ্জিনিয়ররা পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করেন। প্রায় দেড় ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। 

গত বছর জানুয়ারি মাসে তামিলনাড়ুতেও একইভাবে লাইনচ্যুত হয়েছিল একটি ট্রেন। যাত্রীবাহী ট্রেন পুদুচেরি যাচ্ছিল। ট্রেনটিতে অনেক যাত্রী ছিলেন। তবে চালকের তৎপরতায় যাত্রীরা রক্ষা পান।       

Read more!
Advertisement
Advertisement