Advertisement

২৩টির পর গঙ্গাসাগর মেলার জন্য আরও স্পেশাল ট্রেন, কোন স্টেশন থেকে কখন ছাড়বে?

গঙ্গাসাগর মেলায় পুণ্যার্থীদের পৌঁছে দিতে বদ্ধপরিকর পূর্ব রেল। সেই লক্ষ্যে কাকদ্বীপ ও নামখানা অভিমুখে অতিরিক্ত ট্রেন পরিষেবা চালু করল শিয়ালদা ডিভিশন। টাইমে, নিরাপদে ও স্বাচ্ছন্দ্য সহকারে  যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে আরও ৪টি বিশেষ ট্রেন চালু করা হয়েছে।

গঙ্গাসাগর মেলার জন্য আরও স্পেশাল ট্রেনগঙ্গাসাগর মেলার জন্য আরও স্পেশাল ট্রেন
Aajtak Bangla
  • শিয়ালদা,
  • 13 Jan 2026,
  • अपडेटेड 5:18 PM IST
  • গঙ্গাসাগর মেলায় পুণ্যার্থীদের পৌঁছে দিতে বদ্ধপরিকর পূর্ব রেল।
  • মঙ্গলবার থেকে গঙ্গাসাগর মেলার জন্য আরও স্পেশাল ট্রেন
  • অতিরিক্ত ট্রেন পরিষেবা চালু করল শিয়ালদা ডিভিশন।

গঙ্গাসাগর মেলায় পুণ্যার্থীদের পৌঁছে দিতে বদ্ধপরিকর পূর্ব রেল। সেই লক্ষ্যে কাকদ্বীপ ও নামখানা অভিমুখে অতিরিক্ত ট্রেন পরিষেবা চালু করল শিয়ালদা ডিভিশন। টাইমে, নিরাপদে ও স্বাচ্ছন্দ্য সহকারে  যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে আরও ৪টি বিশেষ ট্রেন চালু করা হয়েছে। শিয়ালদা ডিভিশনের তরফে জানানো হয়েছে, যাত্রী চাপের অস্বাভাবিক বৃদ্ধি লক্ষ্য করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেলের এই নয়া সিদ্ধান্তের ফলে গঙ্গাসাগর অভিমুখে মোট ট্রেন পরিষেবার সংখ্যা ২৩ থেকে বেড়ে হল ২৭। প্রতিটি ট্রেনে গড়ে ২,৫০০-রও বেশি যাত্রী সফর করছেন।

আজ চালু হওয়া অতিরিক্ত ট্রেনগুলি হল-

  • ৩৪৭২২ শিয়ালদহ–লক্ষ্মীকান্তপুর লোকাল (০৮:১৫) — নামখানা পর্যন্ত সম্প্রসারিত
  • ৩৪৭২৬ শিয়ালদহ–লক্ষ্মীকান্তপুর লোকাল (১১:০২) — নামখানা পর্যন্ত সম্প্রসারিত
  • ৩৪৭৩০ শিয়ালদহ–লক্ষ্মীকান্তপুর লোকাল (১২:৫০) — নামখানা পর্যন্ত সম্প্রসারিত
  • ৩৪৭৩৬ শিয়ালদহ–লক্ষ্মীকান্তপুর লোকাল (১৫:৫০) — নামখানা পর্যন্ত সম্প্রসারিত

রেলের তরফে জানানো হয়েছে পুণ্যার্থীদের জন্য একটি 'ঝঞ্জাটহীন' তীর্থযাত্রা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ভিড় নিয়ন্ত্রণ ও সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করতে রিয়েল-টাইম ভিত্তিতে ট্রেন পরিষেবার সংখ্যা বাড়ানো হয়েছে। 

পাশাপাশি, স্টেশনগুলিতে টিকিট কাটায় লাইনের সমস্যা কমাতে এম-ইউটিএস (M-UTS) টিকিট ব্যবস্থায় জোর দেওয়ার পাশাপাশি অতিরিক্ত টিকিট কাউন্টার চালু করা হয়েছে। পুণ্যার্থীদের সুশৃঙ্খলভাবে ম্যানেজ করার জন্য বিশেষ হোল্ডিং এরিয়া তৈরি করা হয়েছে। এছাড়াও, ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান চালানো হচ্ছে। শিয়ালদা, নামখানা ও কাকদ্বীপ স্টেশনে অতিরিক্ত সাফাইকর্মী নিয়োগ করা হয়েছে যাতে মেলা চলাকালীন সর্বোচ্চ স্বাস্থ্যবিধি বজায় থাকে।

শিয়ালদার DRM রাজীব সাক্সেনা জানান, "পূর্ণার্থীদের সুবিধার্থে রুটের প্রতিটি গুরুত্বপূর্ণ জায়গায় ইন্টিগ্রেটেড হেল্প ডেস্ক, চিকিৎসা সহায়তা কেন্দ্র ও পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। শিয়ালদা ডিভিশন সব পুণ্যার্থীর নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যের প্রতি সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ট্রেনের সংখ্যা বাড়িয়ে আমরা চাই গঙ্গাসাগরে পুণ্যস্নানের যাত্রা যেন আরও আধ্যাত্মিক ও চাপমুক্ত হয়।"

 

Read more!
Advertisement
Advertisement