Advertisement

Sealdah ESI Hospital fire: ৮০ জন রোগীকে স্থানান্তর, আগুনে মৃত ১, শিয়ালদা ESI হাসপাতালে এখন কী পরিস্থিতি?

Sealdah ESI Fire: শিয়ালদা ইএসআই হাসপাতালে আগুনের ঘটনায় দমবন্ধ হয়ে মৃত্যু হল এক রোগীর। মৃতের নাম উত্তম বর্ধন। মোট ৮০ জন রোগীকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ২ জন অসুস্থকে মানিকতলা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

শিয়ালদা ইএসআই-তে শুক্রবার ভোরে আগুন লাগে।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 Oct 2024,
  • अपडेटेड 1:17 PM IST
  •  শিয়ালদা ইএসআই হাসপাতালে আগুনের ঘটনায় দমবন্ধ হয়ে মৃত্যু হল এক রোগীর।
  • মোট ৮০ জন রোগীকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
  • ২ জন অসুস্থকে মানিকতলা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

Sealdah ESI Fire: শিয়ালদা ইএসআই হাসপাতালে আগুনের ঘটনায় দমবন্ধ হয়ে মৃত্যু হল এক রোগীর। মৃতের নাম উত্তম বর্ধন। মোট ৮০ জন রোগীকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ২ জন অসুস্থকে মানিকতলা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

শুক্রবার সকালে শিয়ালদা ইএসআই হাসপাতালের মেল সার্জিক্যাল বিভাগে আগুন লাগে। খবর পেয়েই ঘটনাস্থলে দমকলবাহিনী পৌঁছায়। দমকলের ১০টি ইঞ্জিনের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অন্যদিকে রোগীদের দ্রুত বের করে আনেন পুলিশ ও দমকলবাহিনীর কর্মীরা। তাঁদের সঙ্গে হাসপাতালের স্বাস্থ্যকর্মীরাও হাত লাগান। যৌথ তৎপরতার কারণেই দ্রুত রোগীদের বের করে আনা সম্ভব হয়। 

ঠিক কখন আগুন লাগল?

এদিন ভোর ৫টা নাগাদ হঠাৎ হাসপাতালের দোতলা থেকে ধোঁয়া বেরিয়ে আসতে শুরু করে। বিষয়টা নজরে আসে হাসপাতালে কর্তব্যরত নিরাপত্তা রক্ষীদের। সঙ্গে সঙ্গে দমকলে খবর দেন তাঁরা। দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছায়। 

আগুন নিয়ন্ত্রণে দমকলের ১০টি ইঞ্জিন

এদিকে হাসপাতালে আগুনের খবর পেয়ে দমকল মন্ত্রী সুজিত বসু এসে পৌঁছান। আসেন দমকলের উচ্চপদস্থ আধিকারিকরাও। এরপর দমকলের ১০টি ইঞ্জিনের প্রচেষ্টায় প্রায় পৌনে আটটা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে।

কীভাবে আগুন লাগল?

সূত্রের খবর, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শট সার্কিট থেকেই আগুন লাগে। অপারেশন থিয়েটার সংস্কারের কাজ চলছিল। সেখান থেকেই আগুন লেগে থাকতে পারে। আগুনের ফলে হাসপাতালের OT ও পোস্ট অপারেটিভ এইচডিইউ ইউনিট ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement