Advertisement

Sealdah-Esplanade Metro: শিয়ালদা-এসপ্ল্যানেড মেট্রো সফলভাবে পেরলো বউবাজার, চালু কবে?

Sealdah-Esplanade Metro: প্রথমবার শিয়ালদা থেকে এসপ্ল্যানেড ট্রায়াল রান করল মেট্রো। প্রথমবারেই সফল। এর ফলে শীঘ্রই সম্পূর্ণ গ্রিন লাইন চালুর সম্ভাবনা বাড়ল।

প্রথম ট্রায়ালের জন্য ফুল দিয়ে সাজানো হয় ট্রেন।প্রথম ট্রায়ালের জন্য ফুল দিয়ে সাজানো হয় ট্রেন।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 Jan 2025,
  • अपडेटेड 4:31 PM IST
  • প্রথমবার শিয়ালদা থেকে এসপ্ল্যানেড ট্রায়াল রান করল মেট্রো।
  • শীঘ্রই সম্পূর্ণ গ্রিন লাইন চালুর সম্ভাবনা বাড়ল।
  • সম্প্রতি এসপ্ল্যানেড-শিয়ালদা টানেলের কাজ সম্পূর্ণ হয়।

Sealdah-Esplanade Metro: প্রথমবার শিয়ালদা থেকে এসপ্ল্যানেড ট্রায়াল রান করল মেট্রো। প্রথমবারেই সফল। এর ফলে শীঘ্রই সম্পূর্ণ গ্রিন লাইন চালুর সম্ভাবনা বাড়ল। এই লাইন চালু হলে, হাওড়া থেকে এসপ্ল্যানেড, শিয়ালদা হয়ে সল্টলেকের(Salt Lake Metro) দিকে চলে যেতে পারবেন যাত্রীরা।
এর আগে,

  • একদিকে হাওড়া থেকে এসপ্ল্যানেড মেট্রো ছিল
  • অন্যদিকে, শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ

দুই দিকের গ্রিন লাইন চালু ছিল। কিন্তু মাঝে শিয়ালদা থেকে এসপ্ল্যানেড সংযুক্ত ছিল না।

শিয়ালদা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত টানেলের দূরত্ব খুব বেশি নয় -২.৬৩ কিলোমিটার। কিন্তু সুড়ঙ্গ তৈরি করতে গিয়ে বারবার বাধার মুখে পড়ছিলেন ইঞ্জিনিয়াররাবউবাজার এলাকায় টানেল তৈরির সময় পুরানো বাড়িতে ফাটল দেখা দেয় বলেও অভিযোগ ওঠে। সব মিলিয়ে বারবার কাজ থমকে যায়। তবে সব বাধা কাটিয়ে সম্প্রতি এসপ্ল্যানেড-শিয়ালদা টানেলের কাজ সম্পূর্ণ হয়(খবরটি পড়তে এখানে টাচ করুন)

এদিন সকাল ১১:২০-এ শিয়ালদা মেট্রো স্টেশন থেকে ট্রায়াল রান শুরু হয়। সকাল ১১:৩১-এ ট্রায়াল রেক এসপ্লানেড মেট্রো স্টেশনে পৌঁছায়। অর্থাৎ, ১১ মিনিট সময় লাগে।

লালে চিহ্নিত এই অংশেই ট্রায়াল রান হয়। এই ম্যাপেই সম্পূর্ণ রুটটি দেখতে পাবেন।

মেট্রো রেলের জেনারেল ম্যানেজার এবং কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের (KMRCL) চেয়ারম্যান পি. উদয় কুমার রেড্ডি নিজে মোটরম্যানের ক্যাবে ছিলেন। তাঁরা এই ট্রায়াল রান পর্যবেক্ষণ করেন। এছাড়াও, মেট্রো রেল এবং KMRCL-এর অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরাও এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হন।

চালকের দৃষ্টিকোণ...

ট্রায়াল রান শেষে এসপ্লানেড মেট্রো স্টেশনে আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন মেট্রো রেলের চেয়ারম্যান। সফল ট্রায়াল রানের জন্য সকলকে অভিনন্দন জানান তিনি।

এই নতুন অংশ চালু হলে হাওড়া থেকে শিয়ালদা মেট্রো(Howrah to Sealdah Metro) করে চলে যাওয়া যাবে। আবার, সল্টলেক থেকেও এদিকে যাতায়াত সহজতর হবে। শুধুমাত্র ভিড় বাসের ভরসায় থাকতে হবে না যাত্রীদের। 

Read more!
Advertisement
Advertisement