
আবার মেরামতির জন্য বন্ধ রয়েছে দ্বিতীয় হুগলি সেতু। যতদূর খবর, কেবল এবং বিয়ারিংয়ের কাজ চলবে এই সেতুতে। যার ফলে আজ, রবিবার ৮ ঘণ্টা এই সেতু দিয়ে যান চলাচল বন্ধ রাখা হবে। তারপর আবার স্বাভাবিক হবে যান চলাচল।
কখন থেকে বন্ধ?
রবিবার সকাল ৬টা থেকে বন্ধ রয়েছে দ্বিতীয় হুগলি সেতু। বেলা ২টো পর্যন্ত তা বন্ধ থাকবে বলেই হাওড়ার সিটি পুলিশের পক্ষ থেকে জানান হয়েছে। এই সময় হাওড়া এবং কলকাতার মধ্যে যোগাযোগ করা যাবে না এই সেতুর মাধ্যমে। বরং ঘুর পথে যেতে হবে। অবশ্য বেলা ২টোর পর ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যাবে যান চলাচল। তখন এই ব্রিজ দিয়েই হাওড়া যাওয়া যাবে। আবার কেউ চাইলে হাওড়াতে আসতে পারেন।
বিকল্প পথ কী?
দ্বিতীয় হুগলি সেতু বন্ধ। তার বদলে অবশ্য বিকল্প রাস্তার সন্ধান দিয়েছে প্রশাসন। তাদের তরফ থেকে জানান হয়েছে, এই সময় কোলঘাট বা ডানকুনির দিকে থেকে কেউ কলকাতায় প্রবেশ করতে চাইলে বা কলকাতা থেকে ওই সব দিকে যেতে চাইলে অনায়াসে ব্যবহার করা যেতে পারে নিবেদিতা সেতু। এছাড়া কেউ চাইলে এই ব্রিজ হয়েই গঙ্গা পেরিয়ে হাওড়া পৌঁছে যেতে পারেন।
আবার কলকাতা থেকে কেউ হাওড়া যেতে চাইলে ব্যবহার করতে হবে হাওড়া ব্রিজ। তাই এটা সহজেই বলা যায় যে আজ হাওড়া ব্রিজের উপর চাপ থাকবে একটু বেশি।
কলকাতার দিক থেকে আবার বেশ কিছু যাত্রীবাহী গাড়িকে কাজীপাড়া, আন্দুল রোড, আলমপুর হয়ে সরাসরি ১৬ নম্বর জাতীয় সড়কে তোলা হবে।
আবার বেশ কিছু গাড়িকে শৈলেন মান্না সরণির মাধ্যমে হাওড়া আমতা রোড দিয়ে সরাসরি নিবড়া হয়ে জাতীয় সড়কে তোলা হবে। সেটা না হলে মাইতি পাড়ার দিকে নিয়ে যাওয়া হবে বলেই খবর।
তাই আজকে বেলা ২টো পর্যন্ত হাওড়া যেতে চাইলে এই বিষয়টা অবশ্যই মাথায় রাখুন। সেই মতো প্ল্যান করেই বেরোন। আর হাতে অবশ্যই বেশি সময় নেবেন। কারণ, এদিন বিকল্প রোডগুলিতে গাড়ির চাপ থাকবে।