Advertisement

Second Hooghly Bridge: দ্বিতীয় হুগলি ব্রিজ ৯ ঘণ্টা বন্ধ থাকবে, শনিবার ও রবিবার, ক'টা থেকে?

কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগপথ দ্বিতীয় হুগলি ব্রিজ বা বিদ্যাসাগর সেতু ফের সাময়িকভাবে বন্ধ হতে চলেছে। শনিবার ভোর ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত এবং রবিবার দুপুর ৩টে থেকে রাত ৮টা পর্যন্ত সেতুতে সমস্ত ধরনের যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ থাকবে বলে জানিয়েছে কলকাতা পুলিশ।

শনিবার রাত থেকে দ্বিতীয় হুগলি সেতু বন্ধ থাকছে না, জানিয়ে দিল পুলিশশনিবার রাত থেকে দ্বিতীয় হুগলি সেতু বন্ধ থাকছে না, জানিয়ে দিল পুলিশ
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 10 Oct 2025,
  • अपडेटेड 9:21 AM IST
  • কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগপথ দ্বিতীয় হুগলি ব্রিজ বা বিদ্যাসাগর সেতু ফের সাময়িকভাবে বন্ধ হতে চলেছে।
  • শনিবার ভোর ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত এবং রবিবার দুপুর ৩টে থেকে রাত ৮টা পর্যন্ত সেতুতে সমস্ত ধরনের যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ থাকবে বলে জানিয়েছে কলকাতা পুলিশ।

কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগপথ দ্বিতীয় হুগলি ব্রিজ বা বিদ্যাসাগর সেতু ফের সাময়িকভাবে বন্ধ হতে চলেছে। শনিবার ভোর ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত এবং রবিবার দুপুর ৩টে থেকে রাত ৮টা পর্যন্ত সেতুতে সমস্ত ধরনের যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ থাকবে বলে জানিয়েছে কলকাতা পুলিশ।

সেতুর রক্ষণাবেক্ষণ ও মেরামতির কাজের জন্যই এই সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে ওই রুটে যাওয়া সমস্ত যানবাহনকে বিকল্প পথ ধরে ঘুরিয়ে দেওয়া হবে। তবে এর ফলে হাওড়া ব্রিজ-সহ শহরের অন্যান্য গুরুত্বপূর্ণ রুটে গাড়ির চাপ অনেকটাই বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এর আগেও ২৪ আগস্ট একই কারণে ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত ব্রিজ বন্ধ রাখা হয়েছিল। সেই সময় হুগলি ব্রিজ কমিশন অথরিটির তরফে জানানো হয়েছিল, কেবল-বিয়ারিং সহ সেতুর একাধিক অংশে মেরামতির প্রয়োজন রয়েছে। সেই কাজের ধারাবাহিকতাতেই এবার ফের ব্রিজ বন্ধ রাখা হচ্ছে।

১৯৯২ সালে ৩৮৮ কোটি টাকা ব্যয়ে তৈরি হওয়া বিদ্যাসাগর সেতু শুধু কলকাতা-হাওড়া নয়, আশপাশের বহু জেলার সঙ্গে যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম। এটি দেশের দ্বিতীয় বৃহত্তম কেবল-স্টেইড সেতু, যার ওপর দিয়ে প্রতিদিন প্রায় ৫০,০০০-র বেশি যানবাহন চলাচল করে। স্বাভাবিকভাবেই, সাময়িক সময়ের জন্য ব্রিজ বন্ধ থাকলেও শহরের অন্যান্য রাস্তায় ব্যাপক যানজট দেখা যায়।

কলকাতা পুলিশ সাধারণ মানুষকে এই সময় সেতুর ব্যবহার এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। প্রয়োজনে হাওড়া ব্রিজ বা অন্য বিকল্প পথ ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি, যাত্রীদের সময় নিয়ে রওনা দেওয়ার এবং ট্রাফিক আপডেট নিয়মিত দেখার পরামর্শও দেওয়া হয়েছে।

 

Read more!
Advertisement
Advertisement