গুরুতর অসুস্থ মন্ত্রী সাধন পাণ্ডে
প্রবীণ তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী সাধন পান্ডে গুরুতর অসুস্থ। তিনি শুক্রবার রাতে আচমকা অসুস্থ হয়ে পড়েন। তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আপাতত তিনি ভেন্টিলেশনে রয়েছেন। তাঁর সঙ্গে রয়েছেন কন্যা তথা অভিনেত্রী শ্রেয়া পাণ্ডে।
ভেন্টিলেশনে রয়েছেন তিনি
মন্ত্রীর বয়স হয়েছে ৭০ বছর। তাঁকে এই মুহূর্তে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে। তাঁর শারীরিক পরিস্থিতির দিকে নজর রাখছেন চিকিৎসকরা। কলকাতার একটি প্রাইভেট হাসপাতালে ফুসফুসে সংক্রমণ নিয়ে ভর্তি করা হয়েছে সাধনবাবুকে।
রাতে শ্বাসকষ্ট শুরু হয়
মন্ত্রীর কন্যা শ্রেয়া জানিয়েছেন, এবার নিয়ে লাগাতার নয় বার মন্ত্রী নিউমোনিয়ায় আক্রান্ত হলেন। শুক্রবার রাতে খাওয়া-দাওয়ার পর সাধনবাবু আচমকা শ্বাসকষ্টে ভুগতে শুরু করেন। নিঃশ্বাস নিতে অসুবিধা হওয়ায় তাঁকে তড়িঘড়ি অ্যাম্বুলেন্স ডেকে হাসপাতালে পাঠানো হয়েছে। তারপরই তাঁর শারীরিক পরিস্থিতি পবিচার করে ভেন্টিলেশনে রেখে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে।
ফুসফুসে সংক্রমণে আক্রান্ত
হাসপাতালের তরফে শ্রেয়াকে জানানো হয়েছে, সাধনবাবুর করোনা পরীক্ষা করানো হয়েছে। তবে মস্তিষ্ক স্বাভাবিক ভাবেই কাজ করছে। সিটি স্ক্যান করে দেখা গিয়েছে, তার সিভিয়ার নিউমোনিয়া রয়েছে ফুসফুসে। আমরা সকলেই তার দ্রুত আরোগ্য কামনা করছি বলে দাবি করেছেন অভিনেত্রী কন্যা শ্রেয়া।
শুক্রবার দফতরের অনুষ্ঠানে যোগ দেন সাধনবাবু
শুক্রবার সন্ধ্যায় মন্ত্রী তার দফতরে আয়োজিত একটি কর্মসূচিতে যোগ দিয়েছিলেন। সেখান থেকে ফিরে আসার পরে সমস্যা অনুভব করছিলেন, পরে রাতে তা গুরুতর হয়। যাতে তাকে হাসপাতালে নিয়ে যেতে হয়।
লাগাতার তিনবারের বিধায়ক ও মন্ত্রী
টিএমসির হেভিওয়েট নেতা মানিকতলায় তার নিজের আসন ধরে রেখেছেন। লাগাতার তিনবার তিনি এই নিয়ে বিধায়ক হলেন মানিকতলা থেকে। তিনি তার পূর্বতন ক্রেতা সুরক্ষা দফতর এবারও ধরে রেখেছেন। তাঁর অসুস্থতার খবর পেয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।