Advertisement

Train Services Disrupted: শেওড়াফুলিতে রেললাইনে ফাটল, বড় বিপত্তি থেকে রক্ষা, হাওড়া-ব্যান্ডেল শাখায় ব্যাহত ট্রেন চলাচল

বছরের প্রথমদিনের সকালেই ট্রেন চলাচল ব্যাহত হাওড়া-ব্যান্ডেল শাখায়। সোমবার সকালে শেওড়াফুলি স্টেশন লাগোয়া ছাতুগঞ্জ এলাকায় ৬ নম্বর লাইনে ফাটল দেখা যায়। তারপরই ব্যাহত হয় ট্রেন চলাচল। মেরামতির কাজ শুরু হলেও এখনও তা শেষ হয়নি। ট্রেন চলাচল বন্ধ করে কাজ চলে।

Sheoraphuli stationSheoraphuli station
Aajtak Bangla
  • কলকাতা,
  • 01 Jan 2024,
  • अपडेटेड 11:22 AM IST
  • বছরের প্রথমদিনের সকালেই ট্রেন চলাচল ব্যাহত হাওড়া-ব্যান্ডেল শাখায়।
  • সোমবার সকালে শেওড়াফুলি স্টেশন লাগোয়া ছাতুগঞ্জ এলাকায় ৬ নম্বর লাইনে ফাটল দেখা যায়।

বছরের প্রথমদিনের সকালেই ট্রেন চলাচল ব্যাহত হাওড়া-ব্যান্ডেল শাখায়। সোমবার সকালে শেওড়াফুলি স্টেশন লাগোয়া ছাতুগঞ্জ এলাকায় ৬ নম্বর লাইনে ফাটল দেখা যায়। তারপরই ব্যাহত হয় ট্রেন চলাচল। মেরামতির কাজ শুরু হলেও এখনও তা শেষ হয়নি। ট্রেন চলাচল বন্ধ করে কাজ চলে। ডাউন লাইনে শেওড়াফুলি স্টেশনে বেশ কয়েকটি ট্রেন দাঁড়িয়ে পড়ে। রিভার্স লাইন দিয়ে ধীর গতিতে ট্রেন চালু থাকে। ইতিমধ্যেই রেলের ইঞ্জিনিয়ার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন বলে খবর। ফাটল ধরা রেলের পাত বদল করার কাজ শুরু হয়েছে। 

রেল সূত্রে খবর, সকালে সাড়ে ৭টা নাগাদ লাইনে ফাটল নজরে পড়ে। তারপরই ডাউন লাইনে ট্রেন চলাচল সাময়িক ভাবে বন্ধ রাখা হয়। শেওড়াফুলি স্টেশনে ঢোকার আগে একাধিক ট্রেনকে দাঁড় করিয়ে রাখা হয়। কিছু ট্রেনকে রিভার্স লাইন বা বিকল্প লাইন দিয়ে হাওড়া পাঠানো হয়। যার জেরে যাত্রীদের দুর্ভোগের মুখে পড়তে হয়েছে। সঙ্গে সঙ্গেই লাইন মেরামতের কাজ শুরু হলেও, তা শেষ হতে বেশকিছুক্ষণ লাগবে বলে মনে করা হচ্ছে। সুতরাং দুর্ভোগ কিছুটা পোহাতে হবে যাত্রীদের, এমনটাই মনে করা হচ্ছে। 

তবে রেল কর্তৃপক্ষের বক্তব্য, দ্রুত মেরামতির চেষ্টা চলছে। ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে যাবে। আপাতত হাওড়াগামী ট্রেন বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে রয়েছে। একাধিক ট্রেন দেরিতে চলছে। তবে লাইনে ফাটল রেলের নজরে না পড়লে বড় বিপদ হতে পারত। তাই দেরি হলেও কিছু যাত্রী বিষয়টিতে উষ্মা প্রকাশ করছেন না।

 

Read more!
Advertisement
Advertisement