বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের (SIR) পর ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। বাংলায়ও কি বিধানসভা নির্বাচনের আগে SIR হবে? বেশ কিছুদিন ধরেই এই নিয়ে জল্পনা চলছে। এরই মধ্যে মঙ্গলবার রাতে বাংলায় এসেছে জাতীয় নির্বাচন কমিশনের বিশেষ টিম। উত্তরবঙ্গ বাদ দিয়ে রাজ্যের সব জেলার সঙ্গে বুধবার ভিডিয়ো কনফারেন্স করেন কমিশনের আধিকারিকরা। সূত্রের খবর, প্রতি জেলা SIR নিয়ে কতটা প্রস্তুত রয়েছে, তা নিয়ে বৈঠকে আলোচনা হয়।
জানা গিয়েছে, SIR নিয়ে প্রস্তুতি খতিয়ে দেখতেই বাংলায় এসেছে কমিশনের বিশেষ টিম। সেই টিমে রয়েছেন ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী-সহ চার কমিশন কর্তা। বুধবার CEOকে সঙ্গে নিয়ে দক্ষিণবঙ্গের সব জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক ও অনান্য প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করে কমিশনের এই বিশেষ টিম। বৃহস্পতিবারও এই বৈঠক জারি থাকবে বিভিন্ন জেলা প্রশাসনের সঙ্গে ৷
সূত্রের খবর, কমিশন চাইছে, বিজ্ঞপ্তির আগেই এনুমারেশন ফর্ম ছাপিয়ে রাখা হোক। প্রতি জেলা SIR নিয়ে কতটা প্রস্তুত রয়েছে, তা নিয়ে বৈঠকে আলোচনা হয়। বৈঠকে যাবতীয় কাজ ১১-১৫ অক্টোবর শেষ করতে নির্দেশ দেওয়া হয়েছে। বৈঠকে বারবার কর্তারা ১১-১৫ অক্টোবর এই সময়সীমার উল্লেখ করেছেন। তাতেই মনে করা হচ্ছে, ১৫ অক্টোবরের পরই বাংলায় SIR হতে পারে।
এদিনের বৈঠক শেষে কমিশনের টিমের সদস্যরা যান রাজারহাট-গোপালপুরে। একেবারে বুথ স্তরের সকলের সঙ্গে, মূলত বিএলও-দের সঙ্গে বৈঠক করেন। মূলত এই রাজারহাট-গোপালপুর-নিউটাউন এলাকা নিয়েই বিরোধীরা বিস্তর অভিযোগ তুলেছেন। , রাজারহাট-গোপালপুরের ERO-কে নিয়েও ইতিমধ্যেই অভিযোগ করেছে কমিশন। সেই বিষয়টিও খতিয়ে দেখতে যাবে এই টিম। তারপর সেখান থেকে যাবে বারাসত।
উত্তর ২৪ পরগনার পাশাপাশি আলাদা করে নজর দেওয়া হচ্ছে পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া ও ঝাড়গ্রামেও। বৃহস্পতিবার কোলাঘাট অডিটোরিয়ামে পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম নিয়ে আলোচনা করবে কমিশন। বিজেপি ইতিমধ্যেই ঝাড়গ্রাম, বাঁকুড়ার ক্ষেত্রে এমনও অভিযোগ তুলেছে, সরকারি কর্মী নন, এমন লোককে বিএলও হিসেবে কাজে লাগানো হচ্ছে।
কমিশনের সূত্রের মতে, যেসব জেলায় পরিস্থিতি বেশি সংবেদনশীল বা ভৌগোলিক কারণে কঠিন, সেসব জেলায় জেলা ম্যাজিস্ট্রেট এবং প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গেও আলোচনা করছে কমিশনের এই দল। এই বিষয়ে, সংশ্লিষ্ট স্থানগুলি পরিদর্শন করতে পারেন কমিশনের সদস্যরা। জনগণের সঙ্গে দেখা করতে পারেন এবং তাদের সঙ্গে আলোচনাও করতে পারেন।