Advertisement

শিয়রে SIR, বুথকর্মীদের নিয়ে মিটিংয়ে কলকাতার TMC কাউন্সিলররা, কী কী নির্দেশ?

ভোটার তালিকার সম্ভাব্য বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়াকে সামনে রেখে কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলররা জোরকদমে বুথস্তরের এজেন্টদের সঙ্গে বৈঠক শুরু করেছেন। মূল উদ্দেশ্য, ভোটার তালিকা থেকে ভুলভাবে নাম কাটা বা ভুয়ো নাম তোলার চেষ্টা যাতে ব্যর্থ হয়, তা নিশ্চিত করা।

বুথকর্মীদের সঙ্গে বৈঠকে ফিরহাদ হাকিম।-ফাইল ছবিবুথকর্মীদের সঙ্গে বৈঠকে ফিরহাদ হাকিম।-ফাইল ছবি
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 13 Aug 2025,
  • अपडेटेड 12:48 PM IST
  • ভোটার তালিকার সম্ভাব্য বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়াকে সামনে রেখে কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলররা জোরকদমে বুথস্তরের এজেন্টদের সঙ্গে বৈঠক শুরু করেছেন।
  • মূল উদ্দেশ্য, ভোটার তালিকা থেকে ভুলভাবে নাম কাটা বা ভুয়ো নাম তোলার চেষ্টা যাতে ব্যর্থ হয়, তা নিশ্চিত করা।

ভোটার তালিকার সম্ভাব্য বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়াকে সামনে রেখে কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলররা জোরকদমে বুথস্তরের এজেন্টদের সঙ্গে বৈঠক শুরু করেছেন। মূল উদ্দেশ্য, ভোটার তালিকা থেকে ভুলভাবে নাম কাটা বা ভুয়ো নাম তোলার চেষ্টা যাতে ব্যর্থ হয়, তা নিশ্চিত করা।

বিহারে চলা বিতর্কিত SIR প্রক্রিয়ার পর এরাজ্যেও এমন পদক্ষেপ নেওয়া হতে পারে বলে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। তৃণমূল কংগ্রেস, যে দল বিরোধী জোট ‘ইন্ডিয়া’-র অংশ, এই ধরনের প্রক্রিয়ার তীব্র বিরোধিতা করছে।

সোমবার সন্ধেয় মেয়র ও বিধায়ক ফিরহাদ হাকিম নিজের ওয়ার্ড ৮২-এর চেতলায় বুথস্তরের এজেন্টদের সঙ্গে বৈঠক করেন। সেখানে তিনি তাদের করণীয় সম্পর্কে বিস্তারিত জানান। শহরের অন্যান্য কাউন্সিলররাও একইভাবে এক সপ্তাহব্যাপী বৈঠকের সময়সূচি ঠিক করেছেন।

ফিরহাদ হাকিম বলেন, 'আসন্ন ভোটার তালিকা যাচাই নিয়ে আলোচনা হয়েছে। নতুন নাম তোলা হবে, যারা এলাকা ছেড়ে গিয়েছেন বা মারা গিয়েছেন তাদের নাম বাদ দিতে হবে। বুথস্তরের এজেন্টদের সতর্ক থাকতে বলা হয়েছে যাতে ভুলভাবে নাম তোলা বা কাটা না হয়।'

উত্তর কলকাতার এক কাউন্সিলরের বৈঠক বুধবার হওয়ার কথা। তৃণমূল সূত্রের খবর, শীঘ্রই রাজ্য নেতৃত্ব সব জেলার সভাপতি ও নেতাদের একই ধরনের বৈঠকের নির্দেশ দেবেন।

সরকারি বুথ লেভেল অফিসারের (BLO) থেকে আলাদা, বুথ লেভেল এজেন্ট (BLA) মূলত রাজনৈতিক কর্মী, যারা নিজের এলাকার ভোটারদের ব্যক্তিগতভাবে চেনে। এক অভিজ্ঞ আইএএস অফিসার জানান, একটি বুথে গড়ে ১,০০০ ভোটার থাকে। BLA জানে কে ভোটার হয়েছেন, কে এলাকা ছেড়েছেন, আর কে মারা গেছেন। তাই ভোটার তালিকার ভুল ধরার ক্ষেত্রে তাঁরা প্রথম সারিতে থাকে।

বিহারে SIR প্রক্রিয়া শুরু হয়েছে জুনের ২৫ তারিখে, রাজ্যের বিধানসভা মেয়াদ শেষ হওয়ার পাঁচ মাস আগে। নথিভিত্তিক নাগরিকত্ব যাচাই নিয়ে সেখানে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে। বিরোধীরা অভিযোগ তুলেছে, এই প্রক্রিয়ায় অনেক প্রকৃত ভোটারও নথির অভাবে বাদ পড়ছেন। ইতিমধ্যেই বিহারে খসড়া তালিকা থেকে প্রায় ৬৫ লক্ষ নাম কেটে দেওয়া হয়েছে। এরাজ্যেও একই আশঙ্কা তৈরি করছে।

Advertisement

কলকাতা পুরসভার তৃণমূল কাঠামোয় শহরকে উত্তর ও দক্ষিণ—এই দুই জেলায় ভাগ করা হয়েছে। রাসবিহারীর বিধায়ক দেবাশিস কুমার দক্ষিণ কলকাতার দায়িত্বে, আর উত্তর কলকাতায় দায়িত্বে রয়েছেন একাধিক সিনিয়র নেতা। রাজ্য নির্বাচন কমিশনের হিসাব অনুযায়ী, গোটা রাজ্যে ৮০ হাজারের বেশি বুথ রয়েছে, তার মধ্যে ৪,৭০০-র বেশি কলকাতায়।

ওয়ার্ড ৪৯-এর কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায় সংবাদমাধ্যমকে বলেন, 'আমাদের পাড়া, আমাদের সমাধান কর্মসূচির লিফলেট বিলি করতে এজেন্টরা বাড়ি-বাড়ি যাবে। সেই সময়ই তারা নতুন ভোটার চিহ্নিত করবে, আর যারা এলাকা ছেড়ে গেছেন তাদের নাম নথিভুক্ত করবে। এটা মূলত প্রস্তুতিমূলক কাজ।'
 

 

Read more!
Advertisement
Advertisement